দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (দার্শনিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দেবি প্রসাদ চট্টোপাধ্যায় থেকে পুনর্নির্দেশিত)

অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (নভেম্বর 5, 1933 – 13 ফেব্রুয়ারি, 2022), কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাপ্রাপ্ত করেন [১] এবং ভারতের স্বাস্থ্য উপমন্ত্রী এবং কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী ছিলেন। [২] তিনি নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ, প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জীবনের শেষ পর্যন্ত, তিনি সেন্টার ফর স্টাডিজ ইন সিভিলাইজেশনের চেয়ারম্যান এবং ভারতীয় বিজ্ঞান, দর্শন ও সংস্কৃতির ইতিহাস প্রকল্পের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন, যা ভারতের অনেক সাংস্কৃতিক ইতিহাস তৈরি করেছে।

চট্টোপাধ্যায় সংস্কৃতি ও দর্শনের উপর অনেক বই লিখেছেন। ২০০৯ সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন। [৩]

বই[সম্পাদনা]

  • ১৯৬৭ ব্যক্তি এবং সমাজ: একটি পদ্ধতিগত তদন্ত
  • ১৯৭৬ ইতিহাস, ব্যক্তি এবং বিশ্ব
  • ১৯৮০ রূপা, রস ও সুন্দর (বাংলায়)
  • ১৯৮৮ শ্রী অরবিন্দ এবং কার্ল মার্কস
  • ১৯৯০ নৃবিজ্ঞান এবং বিজ্ঞানের ইতিহাস
  • ১৯৯১ আনয়ন, সম্ভাব্যতা এবং সংশয়বাদ
  • ১৯৯৭ সমাজবিজ্ঞান, মতাদর্শ এবং ইউটোপিয়া

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Governors of Rajasthan