দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়
দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় | |
---|---|
![]() | |
অবস্থান | |
, ৩৫৩০ | |
তথ্য | |
নীতিবাক্য | জ্ঞানই আলো |
প্রতিষ্ঠাকাল | ১৯১৮ খ্রিষ্টাব্দ |
প্রতিষ্ঠাতা | নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী |
কর্তৃপক্ষ | গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |
অধ্যক্ষ | নেই |
শ্রেণি | ৬ষ্ঠ – ১০ম |
লিঙ্গ | সহশিক্ষা |
শিক্ষার্থী সংখ্যা | ২০০০ |
ভাষা | বাংলা |
বিদ্যালয়ের কার্যসময় | ৮ ঘণ্টা |
ক্যাম্পাস | দেবিদ্বার, কুমিল্লা |
শিক্ষায়তন | ৬ একর |
ক্যাম্পাসের ধরন | পৌর |
রং | সাদা ও নেভি ব্লু |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, হ্যান্ডবল, হাডুডু |
পরিবেশিত সম্প্রদায়গুলি | স্কাউট, বিএনসিসি, রেডক্রিসেন্ট |
শিক্ষা বোর্ড | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা |
প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক | বাবু বসন্ত কুমার দাস |
দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সদরে অবস্থিত। এই শতবর্ষী বিদ্যালয়টি উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি।[১] এটি দেবিদ্বার পৌরসভার প্রাণকেন্দ্রে, দেবিদ্বার থানা ও পোস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত।
বিদ্যালয়টি প্রভাতি ও দিবা-এই দুই শিফটে পাঠদান করে আসছে। এটি একটি উচ্চ বিদ্যালয়; ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম চালানো হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ২০০০ শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
ইতিহাস
[সম্পাদনা]নওয়াব কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী ১৯১৮ খ্রিষ্টাব্দে তাঁর পিতা কাজী রেয়াজ উদ্দিন আহমদ ফারুকীর নামে অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের পরিমাণ ৬ একর। এছাড়াও এ.বি.এম গোলাম মোস্তফা স্টেডিয়ামটিও বিদ্যালয়ের মালিকাধীন।
প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিদ্যালয়টি একটি বালক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও; প্রতিষ্ঠার ৯১ বছর পর ২০১১ সালে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়ে মডেল বিদ্যালয়ে উন্নীত হলে ছাত্রী ভর্তি করানো শুরু হয়।[২] বর্তমানে বিদ্যালয়টিতে ছাত্র/ছাত্রী উভয়েরই অধ্যয়নের সুযোগ রয়েছে।
২০১৬ সালে সরকারের 'প্রত্যেক উপজেলায় ন্যুনতম একটি সরকারি উচ্চ বিদ্যালয় করা' প্রকল্পের আওতাধীন হয়ে এই বিদ্যালয়টির সরকারিকরণ সম্পন্ন হয়।[৩]
শতবর্ষ উদযাপন
[সম্পাদনা]বিদ্যালয়টি ১৯১৮ সালে প্রতিষ্ঠিত হয়। ফলে ২০১৮ সালে বিদ্যালয়টির শতবর্ষ পূর্ণ হয়। ৩ মার্চ, ২০১৮ সালে বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা যায়।[৪] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালীন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও সাবেক উপমন্ত্রী ফখরুল ইসলাম মুন্সী এবং সাংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল উপস্থিত ছিলেন।
পাশাপাশি অত্র বিদ্যালয়ের বর্তমান ছাত্র/ছাত্রীসহ সকল ব্যাচের প্রাক্তনরাও উপস্থিত ছিলেন। এদিন স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
অনুুুষ্ঠানের স্থিরচিত্র:

উল্লেখযোগ্য শিক্ষার্থীবৃন্দ
[সম্পাদনা]- মোজাফফর আহমদ (ন্যাপ); প্রতিষ্ঠাতা সভাপতি ন্যাপ
- ক্যাপ্টেন সুজাত আলী; বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য (১৯৭০, ১৯৭৩)
- হাসনাত আব্দুল্লাহ;২০২৪ এ কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও আহ্বায়ক
চিত্রশালা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চবিদ্যালয়ের শত বর্ষপূর্তি অনুষ্ঠান আজ"। দৈনিক নয়া দিগন্ত। ২০২০-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।
- ↑ shawkat। "দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মডেল স্কুলে উন্নীত | comillaweb.com" (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।
- ↑ "দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের দৃশ্য"। old.teachers.gov.bd। সংগ্রহের তারিখ ২০২০-০১-১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Comilla.tv। "দেবিদ্বারে রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি পালনের প্রস্তুতি"। comilla tv (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৩।