দেবকান্ত সন্দিকৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেবকান্ত সন্দিকৈ
জন্মডিব্রুগড়, নাহরচুক, ডিকম, আসাম
ভাষাঅসমীয়া
জাতীয়তাভারতীয়
নাগরিকত্বভারতীয়
শিক্ষাডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যা বিজ্ঞানে স্নাতকোত্তর, ১৯৭৩
বিষয়গদ্য সাহিত্য
উল্লেখযোগ্য পুরস্কার১৯৯৪সালে ‘রমনীয় অনুভব গ্রন্থ’র জন্য শশীমোহন ভট্টাচার্য পুরস্কার এবং ২০১০ সালে ‘নতুন সুর’র সাহিত্যজ্যোতি পুরস্কার৷
সঙ্গীনিজরা সন্দিকৈ

দেবকান্ত সন্দিকৈ (জন্ম:১৯৫০- ) (ইংরেজি: Devakanta Handique) একজন গদ্য লেখক। আশীর দশক থেকে অসমীয়া গদ্য সাহিত্যক সমৃদ্ধ করে রাখা দেবকান্ত সন্দিকৈ সর্বমোট ১৩টি গ্রন্থ লিখেছেন। অসমীয়া ভাষায় মূলতঃ মৌলিক আত্ম-উৎকর্ষমূলক গ্রন্থ রচনা করা দেবকান্ত সন্দিকৈ ১৯৭৩ সাল থেকে ভারতের বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটির শাখায় চাকরি জীবনের আরম্ভ করেন এবং ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সেই প্রতিষ্ঠানের ডাইরেক্টর হিসাবে কার্যনির্বাহ করে অবসর গ্রহণ করেন৷ বর্তমানেও সাহিত্য জগতের সাথে জড়িত আছেন।[তথ্যসূত্র প্রয়োজন]

জন্ম এবং বংশ পরিচয়[সম্পাদনা]

দেবকান্ত সন্দিকৈর জন্ম হয় ১২ মে ১৯৫০ সন, পূর্বর অবিভাজিত লখিমপুর এবং বর্তমান ডিব্রুগড় জেলার ইকরাতলি, নাহরচুক গাঁও, ডিকম অঞ্চলে৷ বাবার নাম ভবকান্ত সন্দিকৈ এবং মায়ের নাম তুলেশ্বরী সন্দিকৈ৷ [১] পত্নীর নাম নিজরা সন্দিকৈ৷

শিক্ষাজীবন[সম্পাদনা]

  1. ১৯৫৫ গনেশবাড়ী বাগানের প্রাথমিক স্কুলে প্রাথমিক শিক্ষা৷
  2. ১৯৬৭ সালে ডিকম হাইস্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা পাস।
  3. ১৯৭১ সালে ডিব্রুগড়ের কানৈ মহাবিদ্যালয় থেকে বি.এস.সি. পরীক্ষা পাস।
  4. ১৯৭৩ সালে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যা বিজ্ঞানে স্নাতকোত্তর৷

কর্মজীবন[সম্পাদনা]

  1. ১৯৭৩ সাল থেকে ভারতের বিজ্ঞান বিভাগ, আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্র, গুয়াহাটিত চাকরি জীবনের আরম্ভ হয়৷ [২]

সাহিত্যেরাজি[সম্পাদনা]

১৯৭৩ সালের প্রথমে হোমেন বরগোহাঞি সম্পাদিত ‘সাপ্তাহিক নীলাচল’ে লেখা প্রকাশ৷ পরবর্তী সময়ে তিনি প্রান্তিকে লেখা-লিখি করেন৷ পরাগ কুমার দাস সম্পাদিত ‘বুধবার’ কাগজে সন্দিকৈ ‘চিন্তাশীল্প’ শীর্ষক একটি সাপ্তাহিক স্তম্ভ লেখা লিখতে আরম্ভ করেন৷ তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ হল-

  1. রমনীয় অনুভব, ১৯৯২
  2. চিন্তা-শিল্প, ১৯৯০
  3. জীবনর প্রথম পাঠ, ১৯৯৪
  4. ককা এবং নাতির আধুনিক সংলাপ, ১৯৯৫
  5. ঈশ্বরহীন পৃথিবীর সপোন,২০০০
  6. জীবনর সুখ-দুখ,২০০৪
  7. একটো সামাজিক বিজ্ঞাপন, ২০০৮
  8. মানবতার সাধনা, ২০১০
  9. সকালই দুবার খুলি দেখা পৃথিবীখন, ২০১২
  10. জীবনটো আমি মাথোঁ এবারেই পাওঁ, ২০১৩
  11. জীবন সম্পর্কে সিন্তা এবং অনুভব, ২০১৫
  12. কর্মই ভাগ্য, ২০১৭
  13. জীবনের সারাংশ, ২০১৮

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

  1. ১৯৯৪ সালে ‘রমনীয় অনুভব গ্রন্থ’র জন্য শশীমোহন ভট্টাচার্য পুরস্কার৷
  2. ২০১০ সালে ‘নতুন সুর’র সাহিত্যজ্যোতি পুরস্কার৷

সাথে দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ফণীন্দ্র কুমার দেবচৌধুরী সম্পাদিত ‘এশবছরের গদ্য সাহিত্য, পৃষ্ঠা-২১২
  2. জীবন সম্পর্কে সিন্তা এবং অনুভব,বনলতা, ২০১৫, বেটুপাত থেকে সংগৃহীত