দেওহাটা এ, জে উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ঢাকা-টাংগাইল মহাসড়ক সংলগ্ন সড়কের উত্তর পাশে বিদ্যালয়টি অবস্থিত। দক্ষিণমুখী বিদ্যালয়টির পূর্বপাশেই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। বিদ্যালয় থেকে ৫০ মিটার পূর্বেই দেওহাটা বাজার অবস্থিত। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১০০০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করছে এবং তারা তাদের পছন্দমতো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অধ্যয়নের সুযোগ গ্রহণ করতে পারে। এখানে কম্পিউটার শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অধ্যয়নেরও সুযোগ রয়েছে।

ইতিহাস[সম্পাদনা]

১৯৭০ সালে ১.৫৩ একর ভূমিতে দেওহাটা এ, জে, বহুমুখী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

অর্জন[সম্পাদনা]

সারাদেশে ৩০৬টি মডেল উচ্চ বিদ্যালয়ের সরকারী গেজেটে অত্র বিদ্যালয়ের নাম অন্তর্ভূক্তি। পাশের হার উত্তোরোত্তর বৃদ্ধি। জে এস সি পরীক্ষার ভেন্যু পরিচালনা। সহপাঠক্রমিক প্রতিযোগিতায় অংশগ্রহণ ও চ্যাম্পিয়ন/রানার্স আপ স্থান অর্জন। যেমন-

  • ২০১০ সনে ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়ন ও ২০১১ সনে রানার্স আপ। ২০১১ সনে ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়ন।
  • ২০১১ সনে বিজয় দিবস কুচকাওয়াজে তৃতীয় স্থান ও স্বাধীনতা দিবস কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন।
  • ২০১২ সনে স্বাধীনতা দিবসে ডিসপ্লেতে প্রথম স্থান অর্জন।
  • ২০১২ সনে ইন্টার স্কুল বিতর্ক প্রতিযোগিতায় (চলছে) জোন চ্যাম্পিয়ন।

যোগাযোগ[সম্পাদনা]

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে দেওহাটা বাস স্টেশন। মির্জাপুর থেকে এ শিক্ষাপ্রতিষ্ঠান খুব নিকটেই।

তথ্যসূত্র[সম্পাদনা]