দেওয়ানবাড়ি মসজিদ (সাভার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দেওয়ানবাড়ি মসজিদ
অবস্থান দেওয়ানবাড়ি, আমিনবাজার, সাভার উপজেলা, ঢাকা বিভাগ, বাংলাদেশ
প্রতিষ্ঠিত আঠারো শতক
স্থাপত্য তথ্য
দৈর্ঘ্য ৩৫ ফুট
প্রস্থ ৩৩ ফুট
উচ্চতা (সর্বোচ্চ) ৪০ ফুট
গম্বুজ ৩ গম্বুজ বিশিষ্ট[১][২]

দেওয়ানবাড়ি মসজিদ সাভার উপজেলার আমিনবাজার এলাকায় ১৮ শতকে নির্মিত একটি প্রাচীন মসজিদ। রাজধানী ঢাকা থেকে সাভারের দিকে যেতে আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ডান দিকে এর অবস্থান।[১][২]

বর্ণনা[সম্পাদনা]

দেওয়ানবাড়ি মসজিদের প্রতিষ্ঠাতা জনাব আলি হাজী যিনি পেশায় একজন চামড়া ব্যবসায়ী ছিলেন। তিনি ভারত থেকে এখানে এসে বসতি স্থাপন করেন এবং ঐতিহ্যবাহী এ মসজিদটি নির্মান করেন। মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট। এর দৈর্ঘ্য ৩৫ ফুট, প্রস্থ ৩৩ ফুট এবং উচ্চতা ৪০ ফুট। মসজিদের বাহির ও অভ্যন্তরীন অংশ কারুকার্যময় শিলালিপি দ্বারা খচিত। এসব শিলালিপি ভারতের আগ্রা থেকে আনা হয়েছে। মসজিদটিতে রয়েছে তিনটি দরজা, আটটি খিলান ও সুদৃশ্য একটি মেহরাব। এর অভ্যন্তরে রয়েছে একটি পুরোনো সুদৃশ্য ঝারবাতি যা দেওয়ানি আমলের ঐতিহ্য বহন করছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]