দুর্গাপুর ইউনিয়ন, মীরসরাই

স্থানাঙ্ক: ২২°৪৩′৫৮″ উত্তর ৯১°৩৩′১৫″ পূর্ব / ২২.৭৩২৭৮° উত্তর ৯১.৫৫৪১৭° পূর্ব / 22.73278; 91.55417
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দুর্গাপুর
ইউনিয়ন
৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ
দুর্গাপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
দুর্গাপুর
দুর্গাপুর
দুর্গাপুর বাংলাদেশ-এ অবস্থিত
দুর্গাপুর
দুর্গাপুর
বাংলাদেশে দুর্গাপুর ইউনিয়ন, মীরসরাইয়ের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৩′৫৮″ উত্তর ৯১°৩৩′১৫″ পূর্ব / ২২.৭৩২৭৮° উত্তর ৯১.৫৫৪১৭° পূর্ব / 22.73278; 91.55417 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলামীরসরাই উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানএস এম আবু সুফিয়ান বিপ্লব
আয়তন
 • মোট১৫.১৪ বর্গকিমি (৫.৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২১,১২৮
 • জনঘনত্ব১,৪০০/বর্গকিমি (৩,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫৮.৯%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩২৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

দুর্গাপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

আয়তন[সম্পাদনা]

দুর্গাপুর ইউনিয়নের আয়তন ৩,৭৪২ একর (১৫.১৪ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুর্গাপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ২১,১২৮ জন। এর মধ্যে পুরুষ ১০,০৭৭ জন এবং মহিলা ১১,০৫১ জন। মোট পরিবার ৪,৩৫১টি।[১]

অবস্থান ও সীমানা[সম্পাদনা]

মীরসরাই উপজেলার মধ্যাংশে দুর্গাপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের পূর্বে করেরহাট ইউনিয়ন, উত্তরে জোরারগঞ্জ ইউনিয়ন, পশ্চিমে কাটাছড়া ইউনিয়নমিঠানালা ইউনিয়ন এবং দক্ষিণে মীরসরাই ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো[সম্পাদনা]

দুর্গাপুর ইউনিয়ন মীরসরাই উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার জোরারগঞ্জ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৮নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ এর অংশ। এটি ৮টি মৌজায় বিভক্ত।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • উত্তর হাজীশ্বরাই
  • দক্ষিণ হাজীশ্বরাই
  • জনার্দ্দনপুর
  • শিকার জনার্দ্দনপুর
  • গোপালপুর
  • শিকারপুর
  • মুরারীপুর
  • রঘুনাথপুর
  • রায়পুর
  • পূর্ব দুর্গাপুর
  • হরিহরপুর
  • উত্তর দুর্গাপুর
  • দক্ষিণ পূর্ব দুর্গাপুর
  • মধ্যম পূর্ব দুর্গাপুর
  • উত্তর পূর্ব দুর্গাপুর
  • পশ্চিম দুর্গাপুর
  • দক্ষিণ দুর্গাপুর
  • পালগ্রাম

ইতিহাস[সম্পাদনা]

ব্রিটিশ শাসনামলের পর থেকে ১৮টি গ্রাম নিয়ে দুর্গাপুর ইউনিয়ন গঠিত হয়। ঐ সময়ে ইউনিয়ন এর চেয়ারম্যানকে প্রেসিডেন্ট বলা হত। ঐ সময় প্রথম প্রেসিডেন্ট ছিলেন বাবু হর কুমার চৌধুরী। ১৯২৮ সালে প্রথম প্রেসিডেন্ট হন হর কুমার চৌধুরী। মীরসরাই চট্টগ্রাম জেলার সর্ব উত্তরের একটি উপজেলা। এই উপজেলার প্রায় ৪.৫ কিলোমিটার উত্তরে ১৮ টি গ্রামের মধ্যেস্থানে অবস্থিত দুর্গাপুর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। বর্তমানে এই ইউনিয়নের অধীনে একটি পর্যটন কেন্দ্র আছে, যা মহামায়া লেক নামে পরিচিত। উক্ত মহামায়া লেকে হাজার হাজার দর্শনার্থী বহু দূর দুরান্তর থেকে আসে।[৩]

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দুর্গাপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫৮.৯%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান[সম্পাদনা]

মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়[৪]
প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর দুর্গাপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হাজীশ্বরাই নিরদা সুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জনার্দ্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুর্গাপুর এন সি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দুর্গাপুর গরিবুল্লাহ শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুরারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রঘুনাথপুর হাজী সুলতান আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রায়পুর কলোনী টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হরিহরপুর রুহুল আমিন ভাণ্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা[সম্পাদনা]

দুর্গাপুর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

হাট-বাজার[সম্পাদনা]

দুর্গাপুর ইউনিয়নের প্রধান ৩টি হাট/বাজার হল চৈতন্যের হাট, ঠাকুরদীঘি বাজার এবং ভরদ্বাজহাট বাজার।

দর্শনীয় স্থান[সম্পাদনা]

উল্লেখযোগ্য ব্যক্তি[সম্পাদনা]

জনপ্রতিনিধি[সম্পাদনা]

  • বর্তমান চেয়ারম্যান: এস এম আবু সুফিয়ান বিপ্লব[৫]
চেয়ারম্যানগণের তালিকা[৬]
ক্রম নং. চেয়ারম্যানের নাম সময়কাল
০১ হরকুমার চৌধুরী ১৯২৮-১৯৩০
০২ চন্দ্র কুমার দত্ত ১৯৩১-১৯৩২
০৩ মুগবল আহমদ মিয়া ১৯৩৩-১৯৩৫
০৪ জান মিয়া ১৯৩৬-১৯৪৫
০৫ দেলোয়ার হোসেন ১৯৪৬-১৯৭১
০৬ আবদুর রউফ চৌধুরী ১৯৭২-১৯৭৩
০৭ ফয়েজ আহমদ নিজামী ১৯৭৩-১৯৮৩
০৮ এম মজিবুল হক ১৯৮৪-১৯৮৬
০৯ ছালেহ আহমদ (ভারপ্রাপ্ত) ১৯৮৬-১৯৮৭
১০ মোহাম্মদ শাহ আলম চৌধুরী ১৯৮৭-১৯৯২
১১ মোহাম্মদ রেজাউল করিম

১৯৯২-১৯৯৭

১২ মোহাম্মদ কবির আহমদ ১৯৯৮-২০০২
১৩ মোহাম্মদ আবুল কালাম আজাদ

২০০২-২০১১

১৪ মোহাম্মদ সাইফুল ইসলাম খোকা

২০১১-২০১৬

১৫ এস এম আবু সুফিয়ান বিপ্লব ২০১৬-বর্তমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০ 
  2. "এক নজরে দুর্গাপুর - দূর্গাপুর ইউনিয়ন - দূর্গাপুর ইউনিয়ন"durgapurup.chittagong.gov.bd। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  3. "দুর্গাপুর ইউনিয়নের ইতিহাস - দূর্গাপুর ইউনিয়ন - দূর্গাপুর ইউনিয়ন"durgapurup.chittagong.gov.bd। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - দূর্গাপুর ইউনিয়ন - দূর্গাপুর ইউনিয়ন"durgapurup.chittagong.gov.bd 
  5. "এস এম আবু সুফিয়ান - দূর্গাপুর ইউনিয়ন - দূর্গাপুর ইউনিয়ন"durgapurup.chittagong.gov.bd। ৪ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 
  6. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - দূর্গাপুর ইউনিয়ন - দূর্গাপুর ইউনিয়ন"durgapurup.chittagong.gov.bd। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]