বিষয়বস্তুতে চলুন

দীপিকা আমিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দীপিকা আমিন
দীপিকা আমিন ২০১৮ সালে
জন্ম
Deepika Deshpande

১৩ সেপ্তেম্বের ১৯৬৭
মুম্বাই, ভারত
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৩-বর্তমান

দীপিকা আমিন (জন্মনাম দীপিকা দেশপান্ডে ) একজন ভারতীয় অভিনেত্রী যিনি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ফ্যান, রাঞ্ঝনা এবং হাম্পটি শর্মা কি দুলহানিয়া ইত্যাদি ছবিতে অভিনয়ের জন্য পরিচিত। তিনি টিভি শো ফারমান এবং তশন-এ-ইশকতেও কাজ করেছেন। []

জীবনের প্রথমার্ধ

[সম্পাদনা]

দীপিকা আমিনের জন্ম মুম্বাইয়ের এক মহারাষ্ট্রীয় পরিবারে, তার জন্মনাম ছিল দীপিকা দেশপাণ্ডে। তার পিতামহ ছিলেন সাহিত্য আকাদেমি পুরস্কার বিজয়ী মারাঠি কবি আত্মরাম রাভাজি দেশপান্ডে ।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] তার পিতামহী কুসুমাবতী দেশপাণ্ডে, মারাঠি সাহিত্যের একজন লেখিকা এবং নাগপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

তার বাবা, উলহাস দেশপাণ্ডে, ভারতীয় বিমান বাহিনীতে এয়ার ভাইস মার্শাল হিসেবে কর্মরত ছিলেন। তার মা, ক্ষমা দেশপাণ্ডে, ছিলেন একজন দক্ষ কথক নৃত্যশিল্পী এবং কিংবদন্তি কথক উস্তাদ গোপী কৃষ্ণের শিষ্যা।।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

দীপিকা দিল্লিতে বড় হয়েছেন, লরেটো কনভেন্টে স্কুলে পড়াশোনা করেছেন। পরবর্তীতে, তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রী রাম কলেজ ফর উইমেন

অর্থনীতিতে অনার্স ডিগ্রি অর্জন করেন।[]

তিনি তার স্বামী এবং মেয়ের সাথে মুম্বাইতে থাকেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]

চলচ্চিত্র

[সম্পাদনা]
Year Film Role Notes
১৯৯৫ অব ইন্সাফ হোগা খুশবু প্রসাদ
২০০৯ ওয়েল ডান আব্বা লতা
২০১১ পদ্দুরম অধ্যক্ষা, মিসেস ইঞ্জিনীয়ার
২০১৩ রাঞ্ঝনা নায়িকার মা
রজ্জো কমলাদেবী
২০১৪ বেওকুফিয়ান রুপালী
২০১৪ হাম্পটি শর্মা কি দুলহনিয়া কাব্যার মা
২০১৬ ফ্যান গৌরবের মা
রাফ বুক বীনা
২০১৭ দিল জো না কহে সকা করুনা কাপুর
২০১৮ সোনু কে টিটু কি সুইটি সুইটির মা
২০১৯ গন কেশ দেবশ্রী দাশগুপ্ত, এনাক্ষীর মা
মর্দানি ২ ডাঃ হরনি কাপুর
২০২০ ঘুমকেতু মিসেস বদলানি জি৫ -এ মুক্তিপ্রাপ্ত
২০২১ রাম্প্রসাদ কি তেরবি রাম প্রসাদের বৌ মা নেটফ্লিক্স -এ মুক্তিপ্রাপ্ত
২০২২ তারা ভার্সেস ভিলাল সন্নো নেটফ্লিক্স -এ মুক্তিপ্রাপ্ত
২০২৩ ইস্ক -এ নাদান রেখা জিও সিনেমা -এ মুক্তিপ্রাপ্ত

টেলিভিশন ও ওয়েব সিরিজ

[সম্পাদনা]

দীপিকা আমিন প্রথম অভিনয়ের সুযোগ পান লেখ ট্যান্ডন এবং গুল আনন্দের ধারাবাহিক "ফরমান"-এর মাধ্যমে, যেখানে তিনি কানওয়ালজিতের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেন। [] তার অভিনীত উল্লেখযোগ্য কিছু টেলিভিশন ধারাবাহিকের মধ্যে রয়েছে "তাশান-ই-ইশক" এবং "৯ মালাবার হিল" (জি টিভি), "জুনুন" (দূরদর্শন) এবং "সিয়াসাত" (এপিক চ্যানেল)। []

তিনি শ্যাম বেনেগালের "অমরাবতী কি কথায়ে" এবং ঐতিহাসিক সিরিজ "সংবিধান"-এ অভিনয় করেছেন। এছাড়াও, এপিক চ্যানেলের সমালোচকদের প্রশংসিত ধারাবাহিক "সিয়াসাত"-এ তিনি সম্রাজ্ঞী রুকাইয়া সুলতান বেগমের ভূমিকায় অভিনয় করেছিলেন। []

থিয়েটার

[সম্পাদনা]

দীপিকা তার থিয়েটার ক্যারিয়ার শুরু করেন খ্যাতনামা নাট্য পরিচালক ব্যারি জন-এর থিয়েটার অ্যাকশন গ্রুপ-এর ব্যানারে মঞ্চ নাটকের মাধ্যমে। [] তার সহ-অভিনেতাদের মধ্যে ছিলেন শাহরুখ খান এবং মনোজ বাজপেয়ী[] তিনি বহু বছর ধরে প্রাইম টাইম থিয়েটার কোম্পানির সদস্য এবং লিলেট দুবে পরিচালিত নাটকে কাজ করছেন।

তিনি গিরিশ কারনাড-এর "বোয়েল্ড বিনস অন টোস্ট",[] লিলেট দুবে পরিচালিত "ওয়েডিং অ্যালবাম",[] এবং পারতাপ শর্মা-র "স্যামি" নাটকে অভিনয় করেছেন।[] ছাড়াও, তিনি "অ্যানি গেট ইয়োর গান" এবং "সাউথ প্যাসিফিক"-এর মতো সঙ্গীতনাট্যেও অংশ নিয়েছেন।

তিনি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতে প্রশিক্ষিত গায়িকা এবং গিটারও বাজান।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Unnikrishnan, Chaya (১৪ এপ্রিল ২০১৬)। "SRK is as enthusiastic and fun-loving as he was: Deepika Deshpande Amin"Daily News & Analysis | DNA India (ইংরেজি ভাষায়)। ১৯ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  2. "Filmstar's journey through youth"Afternoon: Dispatch and Courier। ১৬ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  3. "Farmaan was a hit television show directed by Lekh Tandon in the early 90s. Main Characters in this TV serial: Kawaljit Sigh as Aazar Nawab & Deepika Deshpande as Aiman"photogallery.indiatimes.com। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  4. "Theatre: Boiled Beans on Toast"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৬-৩০। আইএসএসএন 0971-751X। ৩০ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  5. "A moving portrayal of an Indian family"The Hans India। ১৪ জুলাই ২০১৬। ২৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-১৮ 
  6. Munjal, Sunil Kant; Rai, S. K. (২০১৬-০৬-২২)। All the World is a Stage: The Story of How the LSS Invigorated Ludhiana's Art and Culture (ইংরেজি ভাষায়)। Notion Press। আইএসবিএন 9781945579974