দি আইরিশ টাইমস
| ধরন | দৈনিক সংবাদপত্র |
|---|---|
| ফরম্যাট | ব্রডশিট |
| মালিক |
|
| সম্পাদক | রুয়াধান ম্যাক করমেক |
| প্রতিষ্ঠাকাল | ২৯ মার্চ ১৮৫৯ |
| ভাষা |
|
| সদর দপ্তর | ২৪–২৮ টারা স্ট্রিট, ডাবলিন, আয়ারল্যান্ড |
| প্রচলন | প্রচলন নিরীক্ষা করা হয় না[১] |
| আইএসএসএন | ০৭৯১-৫১৪৪ |
| ওসিএলসি নম্বর | 137350020 |
| ওয়েবসাইট | www |
দি আইরিশ টাইমস (ইংরেজি: The Irish Times) একটি আইরিশ দৈনিক ব্রডশিট সংবাদপত্র ও অনলাইন ডিজিটাল প্রকাশনা। এটি ১৮৫৯ সালের ২৯শে মার্চ প্রবর্তিত হয়। এর বর্তমান সম্পাদক রুয়াধান ম্যাক করমেক।[২] এটি রবিবার ব্যতীত প্রতিদিন প্রকাশিত হয়।[৩] দি আইরিশ টাইমস আয়ারল্যান্ডের শীর্ষস্থানীয় সংবাদপত্র।[৪] একে আয়ারল্যান্ডের রেকর্ডের সংবাদপত্র হিসেবে গণ্য করা হয়।[৫]
প্রটেস্ট্যান্ট আইরিশ জাতীয়তাবাদী সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠিত হলেও দুই দশকের মধ্যে ও নতুন মালিকের অধীনে এটি আয়ারল্যান্ডের ইউনিয়নবাদের সমর্থক হয়ে ওঠে।[৬] একবিংশ শতাব্দীতে এটি রাজনৈতিকভাবে "উদারপন্থী ও প্রগতিশীল" হিসেবে এবং অর্থনৈতিক বিষয়ে মধ্যম-ডানপন্থী হিসেবে উপস্থাপন করে।[৭][৮] ১৮৫৯ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত এই সংবাদপত্রের সম্পাদকীয় ছিল ইঙ্গ-আইরিশ প্রটেস্ট্যান্ট সংখ্যালঘিষ্ঠদের হাতে, ১২৭ বছর পর প্রথম নামমাত্র আইরিশ ক্যাথলিক সম্পাদক হয়।
দপ্তর
[সম্পাদনা]
১৮৯৫ সালে সংবাদপত্রটির মূল দপ্তর মিডল অ্যাবি স্ট্রিট থেকে সরিয়ে ডাবলিনের ডোলিয়ার স্ট্রিটে নেওয়া হয়। ডোলিয়ার স্ট্রিট দি আইরিশ টাইমস-এর রূপক নাম হয়ে ওঠে এবং এটি "দি ওল্ড লেডি অব ডোলিয়ার স্ট্রিট" নামে পরিচিতি লাভ করে। ২০১৬ সালের অক্টোবর মাসে সংবাদপত্রটির দপ্তর নিকটস্থ টারা স্ট্রিটে একটি নতুন ভবনে স্থানান্তর করা হয়।[৯]
সম্পাদকমণ্ডলী
[সম্পাদনা]- জর্জ ফার্ডিনান্ড শ (১৮৫৯)[১০]
- রেভ. জর্জ বমফোর্ড হুইলার (১৮৫৯-১৮৭৭)
- জেমস স্কট (১৮৭৭-১৮৯৯)
- উইলিয়াম অ্যালগার্নন লকার (১৯০১-১৯০৭)
- জন এডওয়ার্ড হিলি (১৯০৭-১৯৩৪)
- আর. এম. "বার্টি" স্মাইলি (১৯৩৪-১৯৫৪)
- অ্যালেক নিউম্যান (১৯৫৪-১৯৬১)
- অ্যালান মন্টগামারি (১৯৬১-১৯৬৩)
- ডগলাস গেগবি (১৯৬৩-১৯৭৪ ও ১৯৭৭-১৯৮৬)
- ফার্গাস পাইল (১৯৭৪-১৯৭৭)
- কনর ব্র্যাডি (১৯৮৬-২০০২)
- জেরাল্ডিন কেনেডি (২০০২-২০১১)
- কেভিন ওসালিভ্যান (২০১১-২০১৭)
- পল ওনিল (২০১৭-২০২২)
- রুয়াধান ম্যাক করমেক (২০২২-বর্তমান)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ABC Registrations"। আইলেভেল। ১২ জুন ২০২০। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ স্ল্যাটারি, লরা (১৮ অক্টোবর ২০২২)। "Ruadhán Mac Cormaic appointed editor of The Irish Times"। দি আইরিশ টাইমস। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ফ্ল্যানাগ্যান, পিটার (২৮ জানুয়ারি ২০১১)। "Irish Times seeking €2m in cost savings"। আইরিশ ইন্ডিপেন্ডেন্ট। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ওক্লেরি, কনর (২১ অক্টোবর ২০১৪)। "How an Irish passport opens doors"। ফাইন্যান্সিয়াল টাইমস। ৭ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
The Irish Times of Dublin, Ireland's leading newspaper
- ↑ ডোয়ান, ডেভিড (এপ্রিল ২০০৯)। "The Irish Times, book review"। দ্য লন্ডন স্ট্যান্ডার্ড। ২৭ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ ওব্রায়েন, মার্ক (২০০৮)। The Irish Times: A History। ফোর কোর্টস প্রেস। আইএসবিএন ৯৭৮-১-৮৪৬৮২-১২৩-৩।
- ↑ ব্রাউন, টেরেন্স (২০১৫)। The Irish Times: 150 Years of Influence। ব্লুমসবারি। পৃ. ৪৪৮। আইএসবিএন ৯৭৮১৪৭২৯১৯০৬৯।
- ↑ ম্যাকেব, কনর (২০১১)। Sins of the Father: Tracing the Decisions That Shaped the Irish Economy। ডাবলিন। পৃষ্ঠা ১৭৯।
- ↑ হিলি, অ্যালিসন (২৭ সেপ্টেম্বর ২০০৮)। "Iconic Irish Times clock back where it belongs"। দি আইরিশ টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "The Irish Times: The Editors"। দি আইরিশ টাইমস। ১২ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫।