দিল্লি–মোরাদাবাদ রেলপথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিল্লি–মোরাদাবাদ রেলপথ
গজরৌলা–নাজিবাবাদ শাখা রেলপথ সহ
গাজিয়াবাদ জংশন দিল্লি–মোরাদাবাদ রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন
সংক্ষিপ্ত বিবরণ
স্থিতিপরিচালনাগত
মালিকভারতীয় রেল
অঞ্চলউত্তরপ্রদেশ
বিরতিস্থল
পরিষেবা
পরিচালকউত্তর রেল
ইতিহাস
চালু১৯০০
কারিগরি তথ্য
ট্র্যাকের দৈর্ঘ্যনতুন দিল্লি–মোরাদাবাদ: ১৬৭ কিমি (১০৪ মা)
গজরৌলা–নাজিবাবাদ: ১০৭ কিমি (৬৬ মা)
ট্র্যাক গেজ১,৬৭৬ মিমি (৫ ফুট ৬ ইঞ্চি) ব্রডগেজ
সর্বোচ্চ উচ্চতানতুন দিল্লি ২৩৯ মি (৭৮৪ ফু), মোরাদাবাদ ২০১ মি (৬৫৯ ফু)
যাত্রাপথের মানচিত্র
টেমপ্লেট:দিল্লি–মোরাদাবাদ রেলপথ

দিল্লি–মোরাদাবাদ রেলপথ দিল্লি ও ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদকে সংযুক্ত করে। এটি একটি ব্রড-গেজ রেলপথ। গজরৌলা–নাজিবাবাদ শাখা রেলপথ এই রেলপথের অন্তর্ভুক্ত। রেলপথটি উত্তর রেলের প্রশাসনিক আওতাধীন।

ইতিহাস[সম্পাদনা]

গাজিয়াবাদ-মোরাদাবাদ সংযোগটি ১৯০০ সালে অওধ ও রোহিলখণ্ড রেলপথ দ্বারা স্থাপন করা হয়।[১]

বিদ্যুতায়ন[সম্পাদনা]

দিল্লি–গাজিয়াবাদ–হাপুর–মোরাদাবাদ রেলপথ ২০১৬ সালের ১৯ জানুয়ারি সম্পূর্ণ বিদ্যুতায়িত হয় এবং গজরৌলা–নাজিবাবাদ শাখাও ২০১৯ সালের ১২ এপ্রিল বিদ্যুতায়িত হয়।

লোকো শেড[সম্পাদনা]

গাজিয়াবাদ বৈদ্যুতিন লোকো শেড দিল্লি অঞ্চলের পরিষেবা পরিবেশন করে। এটি ২০০৮ সাক থেকে ডব্লিউএপি-১ লোকোর ঘাঁটি হিসাবে কাজ করছে। এটিতে ডব্লিউএএম-৪, ডব্লিউএপি-৪, ডব্লিউএপি-৫, ডব্লিউএপি-৭ এবং ওয়াগ-৫এইচএ লোকোরও ঘাঁটি হিসাবে কাজ করে।[২]

যাত্রী চলাচল[সম্পাদনা]

এই লাইনের একমাত্র মোরাদাবাদ স্টেশনটি ভারতীয় রেলওয়ের শীর্ষ শতাধিক বুকিং স্টেশনগুলির মধ্যে স্থান লাভ করেছে।[৩] তবে, এই স্টেশনের থেকে যাত্রা শুরু বা যাত্রা সমাপ্তকারী কোনও মেল/এক্সপ্রেস ট্রেন নেই।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Oudh and Rohilkhand Railway" (পিডিএফ)। Management E-books6। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Sheds and workshops"। IRFCA। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪ 
  3. "Indian Railways Passenger Reservation Enquiry"Availability in trains for Top 100 Booking Stations of Indian Railways। IRFCA। ১০ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]