বিষয়বস্তুতে চলুন

দিলনাজ ইরানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দিলনাজ ইরানি
জন্ম
জাতীয়তা ভারতীয়
শিক্ষা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং সেন্ট জেভিয়ার্স, মুম্বাই
পেশা অভিনেত্রী
বছর সক্রিয় ২০০৭–বর্তমান
পরিচিত জন্য আলিগড় (চলচ্চিত্র), যোধা আকবর

দিলনাজ ইরানি একজন ভারতীয় চলচ্চিত্র, থিয়েটার এবং টেলিভিশন অভিনেত্রী। তিনি ৬৮ পেজ এবং যোধা আকবরের মতো ছবিতে অভিনেত্রী হিসেবে তার বলিউডের জীবন শুরু করেছিলেন। তিনি ২০১২ সালে হিরোইন এবং আলিগড় ছবিতেও অভিনয় করেছেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

দিলনাজ মহারাষ্ট্রের মুম্বাইয়ে একটি ইরানি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের শাহ অ্যান্ড অ্যাঙ্কর কুচি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং ট্রিনিটি কলেজ লন্ডনের পরীক্ষার আটটি স্তর সম্পন্ন করেন এবং চার বছর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেছেন।[][]

অভিনয় এবং মডেলিং

[সম্পাদনা]

দিলনাজ থিয়েটার নাটকে অভিনয় করেছেন এবং একজন র‍্যাম্প মডেল হিসেবেও কাজ করেন। তিনি একটি মেগা মডেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। পাশাপাশি একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে ছিলেন এবং একটি সঙ্গীত সম্পর্কিত অনুষ্ঠানে ভিজে হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে, তিনি রাগিনী এমএমএস: রিটার্নস ধারাবাহিকে কবিতা নামে প্রধান চরিত্রের ভূমিকায় অভিনয় করার মাধ্যমে একজন চলচ্চিত্র, টেলিভিশন এবং ওয়েব অভিনেত্রী হয়ে ওঠেন।[][]

চলচ্চিত্র তালিকা

[সম্পাদনা]
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০৭ ৬৮ পেজ নেহা
২০০৮ যোধা আকবর বিবি সালিমা
২০১২ হিরোইন তামান্না
২০১৫ আলিগড় নামিতা
২০১৮ স্যার নন্দিতা
২০২৩ সুখী মানসী পারেখ

টেলিভিশন

[সম্পাদনা]
বছর শিরোনাম ভূমিকা চ্যানেল/প্ল্যাটফর্ম নোট
২০০১ সসসস...কোয়ি হ্যায় রিচা স্টার প্লাস এবং স্টার ওয়ান পর্ব ১
২০০৯ কিতানি মহব্বত হ্যায় লভদীপ আহলুওয়ালিয়া ইমাজিন টিভি
২০১১ পরভারিশ – কিছু খাট্টে কিছু মেঠি সনি টিভি
২০১২ আই লাভ মাই ইন্ডিয়া ভিনি শেঠি এসএবি টিভি
২০১৪ ভি দ্য সিরিয়াল চ্যানেল ভি ইন্ডিয়া
২০১৬ আমি টিভি দেখি না ম্যাডাম আরে এবং ইউটিউব ওয়েবসিরিজ
২০১৬ বাদি দুর সে আয়ে হ্যায় লক্ষ্মী এসএবি টিভি
২০১৭ রাগিনী এমএমএস: রিটার্নস কবিতা আল্ট বালাজী এবং জি৫ ওয়েবসিরিজ
২০১৮ পাকানো অরুণিমা জিও সিনেমা
২০২১ আর্য শেফালি গুপ্তা ডিজনি+ হটস্টার
দ্বিতীয় রীমা নেটফ্লিক্স
২০২৩ মাথাগম সায়ন্তিকা আইপিএস ডিজনি+ হটস্টার তামিল ওয়েবসিরিজ
২০২৪ দিল দোস্তি দ্বিধা নন্দিনী প্রাইম ভিডিও

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "I had a nice experience working with Ashutosh: Dilnaz - Times of India"indiatimes.com। ১৫ মার্চ ২০১৩।
  2. 1 2 "'It hasn't been an easy journey'"deccanherald.com

বহিঃসংযোগ

[সম্পাদনা]