দিব্যেন্দু বড়ুয়া
দিব্যেন্দু বড়ুয়া | |
---|---|
![]() | |
পূর্ণ নাম | দিব্যেন্দু বড়ুয়া |
দেশ | ভারত |
জন্ম | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ২৭ অক্টোবর ১৯৬৬
খেতাব | গ্র্যান্ডমাস্টার (১৯৯১) |
ফিদে রেটিং | 2431 (নভেম্বর ২০২৩) |
এলো রেটিং | ২৫৬১ (জুলাই ২০০৩) |
দিব্যেন্দু বড়ুয়া (Dibyendu Barua) (জন্ম: অক্টোবর ২৭, ১৯৬৬) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একজন দাবা গ্র্যান্ডমাস্টার। তিনি বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় গ্র্যান্ডমাস্টার এবং নিয়াজ মোরশেদ এর পরে দ্বিতীয় বাঙ্গালী গ্রান্ডমাস্টার। তাঁর অসাধারণ সাফল্যের জন্যে তাকে বাঙ্গালী দাবাড়ুদের মধ্যে অন্যতম সেরা বলা যেতে পারে। ১৯৭৮ সালে ১২ বছর বয়সে ভারতীয় জাতীয় চ্যাম্পিয়নশিপ দাবায় সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী হিসবে অংশগ্রহণ করেন[১]। ১৯৮২ সালে বড়ুয়া তৎকালীন বিশ্বের দুই নম্বর গ্র্যান্ডমাস্টার প্রয়াত ভিক্টর করশনয়কে লন্ডনে পরাজিত করেন[২]। ১৯৮৩ সালে তিনি প্রথমবার জাতীয় চ্যাম্পিয়নশিপ জেতেন। বড়ুয়া ১৯৯১ সালে ফিদে দ্বারা গ্র্যান্ডমাস্টার খেতাবে ভুষিত হন। তিনি ১৯৮৩ সালে অর্জুন পুরস্কার পান। ৮ ফেব্রুয়ারি ২০১৫ সালে দিব্যেন্দু গ্রামের বাচ্চাদের দাবা শিক্ষার জন্য দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর গ্রামে প্রথম চেস হাবের উদ্বোধন করেন।[৩]
তথ্যসূত্র[সম্পাদনা]
- Dibyendu বড়ুয়া প্রোফাইল. ক্রীড়া ভারতে. iloveindia.com .
- Dibyendu বড়ুয়া (2555) চেন্নাই ইন্টারেক্টিভ ব্যবসা সেবা (P) Ltd.
বহিঃসংযোগ[সম্পাদনা]
- Dibyendu বড়ুয়া , প্লেয়ার প্রোফাইল এবং গেমস এ Chessgames.com