দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট

স্থানাঙ্ক: ২৫°৩৭′২৩″ উত্তর ৮৮°৩৮′৪৬″ পূর্ব / ২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব / 25.623189; 88.646030
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পুনর্নির্দেশিত)
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট
ধরনসরকারী পলিটেকনিক ইনস্টিটিউট
স্থাপিত১৯৬৪
অধ্যক্ষপ্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডল ( ভারপ্রাপ্ত)
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৫৯
অবস্থান
দক্ষিণ বালুবাড়ী, দিনাজপুর

২৫°৩৭′২৩″ উত্তর ৮৮°৩৮′৪৬″ পূর্ব / ২৫.৬২৩১৮৯° উত্তর ৮৮.৬৪৬০৩০° পূর্ব / 25.623189; 88.646030
শিক্ষাঙ্গনশহুরে
২১.৪ একর (৮.৭ হেক্টর)
অধিভুক্তিবাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড
ওয়েবসাইটwww.dpi.edu.bd
মানচিত্র

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের একটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান। এই পলিটেকনিক ইনস্টিটিউটটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়।[সম্পাদনা]

ইতিহাস[সম্পাদনা]

উক্ত ইনস্টিটিউটটি সর্বপ্রথম ১৯৬৪ সালে সিভিল এবং পাওয়ার টেকনোলজি নিয়ে যাত্রা শুরু করে পরবর্তীতে ১৯৬৮ সালে মেকানিক্যাল ১৯৮৬ তে ইলেকট্রিক্যাল ২০০৪ এ কম্পিউটার এবং আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন যুক্ত করা হয়। [১]

টেকনোলজি[সম্পাদনা]

  1. সিভিল
  2. পাওয়ার
  3. মেকানিক্যাল
  4. ইলেকট্রিক্যাল
  5. কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি(সিএসটি)
  6. আর্কিটেকচার এন্ড ইন্টেরিওর ডিজাইন

লাইব্রেরী[সম্পাদনা]

অত্র প্রতিষ্ঠানের একটি বিশাল লাইব্রেরি রয়েছে যেখানে প্রায় ৩৫৬৫৮ টি বই রয়েছে জ্ঞান অর্জনের জন্য।

ছাত্রাবাস[সম্পাদনা]

অত্র ইনস্টিটিউটে ছেলেদের জন্য ২ টি ছাত্রাবাসে ২৪০ জন এবং মেয়েদের জন্য ১ টিতে ১০০ জন থাকার ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]