দাহর লোচন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

দাহর লোচন
Broadtail Royal
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Lycaenidae
গণ: Creon
de Nicéville, [1896][১]
প্রজাতি: C. cleobis
দ্বিপদী নাম
Creon cleobis
(Godart, [1824])[১]
প্রতিশব্দ
  • Pratapa cleobis Godart

দাহর লোচন (বৈজ্ঞানিক নাম: Creon cleobis(Godart))এক প্রজাতির ছোট আকারের প্রজাপতি। এদের বাইরের ডানা ঘিয়ে ধূসর বর্নের এবং ভিতরের ডানা ধাতব নীল আভা দেখা যায়। এরা ‘লাইসিনিডি’ গোত্রের এবং 'থেকালিনি' উপগোত্রের সদস্য।

আকার[সম্পাদনা]

দাহর লোচন এর প্রসারিত অবস্থায় ডানার আকার ২৭-৩৮ মিলিমিটার দৈর্ঘের হয়।[২]

উপপ্রজাতি[সম্পাদনা]

ভারতে প্রাপ্ত দাহর লোচন এর উপপ্রজাতিসমূহ হল-[৩]

  • Creon cleobis cleobis Godart, 1824 – Bengal Broad-tail Royal

বর্ণনা[সম্পাদনা]

প্রজাপতির দেহাংশের পরিচয় বিষদ জানার জন্য প্রজাপতির দেহ এবং ডানার অংশের নির্দেশিকা দেখুন:-

পিছনের ডানায় দুটি লেজ আছে; এদের মধ্যে ভিতরের লেজটি চওড়া। স্ত্রী-পুরুষ উভয় লিঙ্গে ডানার নিম্নপৃষ্ঠ ক্রিম রং মিশ্রিত বাদামী বর্ণের। সামনের ডানার নিম্নতলে ডিসকাল অংশের বাইরের দিকে একটি রেখা সোজা ভাবে কোস্টা অবধি উঠে গেছে যার নিচের অংশটি সেল এর কাছাকাছি বেঁকে গেছে।

পুরুষ নমুনার ডানাগুলি অপেক্ষাকৃত সুগঠিত। ডানার উপরিতল আকাশী নীল বর্নের। সামনের ডানার উপরিতলের শীর্ষভাগ খুব চওড়া কালো এবং টর্নাস এ সুতোর মত সরু সীমারেখা রয়েছে।

পিছনের ডানার নিম্নতলে দুটি কমলা সীমাযুক্ত কালো ছোপ লক্ষ্য করা যায়। সামনের ডানার নিম্নতলে দুটি টিকি (tuft) এর মত দাগ দেখা যায়।

স্ত্রী নমুনায় ডানার উপরিতল পুরুষ অপেক্ষা ফ্যাকাশে; সামনের ডানার উপরিপৃষ্ঠে কালো এপিকাল অংশ অপেক্ষাকৃত কম চওড়া।[৪]

আচরণ[সম্পাদনা]

এরা খুব দ্রুত ওড়ে। ফুলের মধুর প্রতি আসক্তি দেখা যায়। দীর্ঘক্ষণ ধরে একই জায়গায় মধু পান করতে দেখা যায়। পাহাড়ের পাদদেশে জলা জায়গার আশেপাশের জংগলে এদের দেখা যায়।[৫] এদের কখনও সখনও ভিজে মাটি থেকে রস আহরণ করতেও দেখা যায়।[৬]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Markku Savela। "Creon de Nicéville, [1896]"Lepidoptera and Some Other Life Forms 
  2. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা 226। আইএসবিএন 978 019569620 2 
  3. "Creon cleobis Godart, 1824 – Broad-tail Royal"। সংগ্রহের তারিখ 1st April 2017  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. A Pictorial Guide Butterflies of Gorumara National Park (2013 সংস্করণ)। Department of Forests Government of West Bengal। পৃষ্ঠা ৯৩। 
  5. Kunte, Krushnamegh (২০১৩)। Butterflies of The Garo Hills। Dehradun: Samrakshan Trust, Titli Trust and Indian Foundation of Butterflies। পৃষ্ঠা 54। 
  6. বসু রায়, অর্জন; বৈদ্য, সারিকা; রায়, লিপিকা। সুন্দরবনের কিছু পরিচিত প্রজাপতি (মার্চ ২০১৪ সংস্করণ)। সুন্দরবন জীবপরিমণ্ডল,Department of Forest Government of West Bengal। পৃষ্ঠা ৩২।