বিষয়বস্তুতে চলুন

দায়ানা (পৌরাণিক চরিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গেলো-রোমান দায়ানার ক্ষু্দ্রাকার ব্রোঞ্জ মূর্তী (১ম শতাব্দীর শেষে)

দায়ানা রোমাণ পুরাণে বর্ণিত শিকার, চন্দ্র ও সন্তান প্রসবের দেবী। গ্রিক পুরাণে দায়ানার প্রতিষঙ্গী চরিত্র আর্টেমিসবারো অলিম্পিয়ানদের অন্যতম দেবী। দায়ানা বন্য পশুদের সাথে কথা বলতে পারত এবং তাদের নিয়ন্ত্রক করতে পারত।[] দায়ানা রোমান পূরানের তিনজন কুমারী দেবীর অন্যতম। বাকি দু্ইজন হলেন, ভেস্তামিনার্ভা

বর্ণনা

[সম্পাদনা]

শিকারের দেবী হিসাবে, দায়ানাকে ছোট টিউনিক ও শিকারের বুট পরিবহিতা অবস্থায় দেখা যায়। প্রায়ই তার হাতে থাকে ধনুক ও কাধে থাকে তূণ, সাথে থাকে একটি হরিণ অথবা শিকারী কুকুর।[] ভেনাসের মতো দায়ানাকেও খুব সুন্দরী তরুণী হিসাবে চিত্রিক করা হয়েছে। উষ্ণীষ হিসাবে পরিহিত অর্ধচন্দ্র, দায়ানার একটি বিশেষ চিহ্ন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Larousse Desk Reference Encyclopedia, The Book People, Haydock, 1995, p. 215.
  2. "Artemis"। সংগ্রহের তারিখ ২০১২-১১-১১ 
রোমান পুরাণ পরম্পরা
প্রধান দেবতা
অ্যাপোলো | কেরেস | ডায়ানা | ইউনো | জুপিটার | মার্স | মের্কুরি | মিনার্ভা | ভেনাস | ভুলকান | ডিভাস অগাস্টাস | ডিভাস জুলিয়াস | ফরচুনা | লেরিস | প্লুটো | ক্যুইরিনাস | সল | ভেস্তা