দাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দাড়ি
একজন দাড়ি বিশিষ্ট ব্যক্তি
শনাক্তকারী
টিএ৯৮A16.0.00.018
টিএ২7058
এফএমএFMA:54240
শারীরস্থান পরিভাষা

দাড়ি হল কারো গাল, থুতনি, এবং ওষ্ঠের নিচের অংশে গজানো চুল। সাধারণত বয়ঃসন্ধিকালের বা বয়সন্ধিকালোত্তীর্ণ পুরুষলোকের গড়ে ২১ বছর বয়স থেকে দাড়ি গজায়।[১] মুখমন্ডলের ওপরের ও নিচের অংশের চুলের মধ্যে পার্থক্য করতে বলা হলে দাড়ি মূলত নিচের অংশের চুলকেই বোঝায়, যার মধ্যে গোঁফ অন্তর্ভুক্ত নয়। দাড়ি সংক্রান্ত অধ্যয়ন পগনোলজি নামে পরিচিত।

মাহবুবুল আলম: একজন দাড়িওয়ালা যুবক

ইতিহাসের পাতা থেকে জানা যায়, দাড়িবিশিষ্ট পুরুষলোককে জ্ঞান ও প্রজ্ঞার অধিকারী, পৌরুষত্বের অথবা উঁচু সামাজিক মর্যাদার অধিকারী ভাবা হত। আবার মুদ্রার অন্য পিঠে দাড়িযুক্ত পুরুষকে অসংস্কৃত এবং কিম্ভূত চেহারার বলেও বিবেচনা করা হত। দাড়ির এই মর্যাদা ও অমর্যাদা সংস্কৃতি-সাপেক্ষ। তবে পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে পূর্বের জ্ঞানী-গুনী ও ধার্মিক ও বীর পুরুষেরা দাড়ি রাখতেন।

জীববিজ্ঞান[সম্পাদনা]

বয়ঃসন্ধিকালে দাড়ি গজায়। এ সময়ে মুখমন্ডলের লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর উদ্দীপনার কারণে দাড়ি গজায়। চুলের গ্রন্থিগুলো অবস্থানের ওপর নির্ভর করে বিভিন্ন হরমোন দ্বারা প্রভাবিত হয়; ডিহাইড্রোটেস্টোস্টেরন টাক পড়াকেও প্রভাবিত করে। ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন ঋতুতে বিভিন্ন হয়: ফলে গ্রীষ্মকালে দাড়ি দ্রুত বাড়ে।[২]

দাড়িবিশিষ্ট বিখ্যাতজন[সম্পাদনা]

ধর্মীয়[সম্পাদনা]

ব্যক্তিত্ব[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

পাদটীকা[সম্পাদনা]

  1. "Puberty: Changes for Males | Sutter Health"www.sutterhealth.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-০১ 
  2. Randall VA (২০০৮)। "Androgens and hair growth"। Dermatol Ther21 (5): 314–28। ডিওআই:10.1111/j.1529-8019.2008.00214.xপিএমআইডি 18844710 

বহিঃসংযোগ[সম্পাদনা]