দাগ (২০০১-এর চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দাগ (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
দাগ
পরিচালকমুনিন বরুয়া
প্রযোজকনীলোৎপল চৌধুরী
চিত্রনাট্যকারমুনিন বরুয়া
কাহিনিকারমুনিন বরুয়া
শ্রেষ্ঠাংশেতপন দাস
যতীন বরা
অনুরূপা পাঠক
বিষ্ণু খারঘরীয়া
সুরকারজুবিন গার্গ
চিত্রগ্রাহকমৃণাল কান্তি দাস
সম্পাদকএ শ্রীকর প্রসাদ
পরিবেশকপ্রার্থনা ফিল্মস্
মুক্তি২ ফেব্রুয়ারি ২০০১
দেশ IND
ভাষাঅসমীয়া

দাগ ২০০১ সালে মুক্তি লাভ করা একটি রহস্যধর্মী রোমান্টিক অসমীয়া চলচ্চিত্র। বিশিষ্ট পরিচালক মুনিন বরুয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন এবং প্রযোজনা করেছিলেন নীলোৎপল চৌধুরী। সঙ্গীত পরিচালনা ছিল জুবিন গার্গ-এর। ছবিটির মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তপন দাস, যতীন বরা, অনুরূপা পাঠক এবং বিষ্ণু খারঘরীয়া[১]

কাহিনীর সারাংশ[সম্পাদনা]

দুই ভাই না জেনে একই নারীর প্রেমে পড়ে এবং তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ছবিটির কাহিনীভাগ এগোয়।[২]

অভিনয়ে[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

দাগ
কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত
মুক্তির তারিখ২০০১
ঘরানাছায়াছবি সঙ্গীত
ভাষাঅসমীয়া
সঙ্গীত প্রকাশনীপ্রার্থনা ফিল্মস্
পরিচালকজুবিন গার্গ
প্রযোজকনীলোৎপল চৌধুরী
জুবিন গর্গ কালক্রম
নায়ক
(২০০১)
দাগ
(২০০১)
কন্যাদান

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন জুবিন গর্গ। গীতিকার ছিলেন জুবিন গার্গ এবং দিগন্ত কলিতা। গানসমূহে কণ্ঠদান করেন জুবিন গর্গ, শা্বাশ্বতী ফুকন, রূপজ্যোতি দেবী, মহালক্ষ্মী আয়ার, জংকী বরঠাকুর এবং দিগন্ত কলিতা। ছবিটির গানসমূহ যথেষ্ট জনপ্রিয়।

গানের তালিকা
নং.শিরোনামগায়ক/গায়িকাদৈর্ঘ্য
১."মায়াবিনী"জুবিন গার্গ 
২."বিচারিছোঁ কাছেরতে"জুবিন গর্গ, শ্বাশ্বতী ফুকন 
৩."মনলে উভতি আহে ল'রালি"জুবিন গর্গ, দিগন্ত কলিতা 
৪."বতাহে বতাহে"জুবিন গার্গ, জংকী বরঠাকুর 
৫."দাগ"জুবিন গার্গ 
৬."যেনি যাবা সোণ"মহালক্ষ্মী আয়ার, জুবিন গার্গ 
৭."কিনো ভাবা ইমানকৈ"জুবিন গার্গ, উৎপল শর্মা, রূপজ্যোতি দেবী 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Released Assamese Feature Films"। enajori.com। ২৩ সেপ্টেম্বর ২০১৬। ১৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Daag"। Imdb.com। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০ 

টেমপ্লেট:মুনিন বরুয়া টেমপ্লেট:জুবিন গার্গ