বিষয়বস্তুতে চলুন

দাগেরোচিত্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৪৪ সালে জঁ-বাতিস্ত সাবাতিয়ে-ব্লোয়ের তোলা একটি দাগেরোচিত্রে পদ্ধতির উদ্ভাবক লুই দাগের
লাত্যলিয়ে দ্য লার্তিস্ত (L’Atelier de l'artiste, "শিল্পীর কর্মশালা"), ১৮৩৭ সালে দাগেরের তোলা একটি দাগেরোচিত্র

দাগেরোচিত্রগ্রহণ বা মূল ফরাসি ভাষায় দাগেরেওতিপি (ফরাসি: Daguerréotypie) হলো আলোকচিত্র ধারণের ইতিহাসের প্রথম জনপ্রিয় ও বাণিজ্যিকভাবে সফল আলোকচিত্রধারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় উৎপাদিত আলোকচিত্রকে দাগেরোচিত্র বা মূল ফরাসি ভাষায় দাগেরেওতিপ (ফরাসি: Daguerréotype) বলে। পদ্ধতিটি ১৮৪০ ও ১৮৫০-এর দশকে ব্যাপকভাবে প্রচলিত ছিল। ফরাসি উদ্ভাবক লুই দাগের-এর (ফরাসি: Louis Daguerre) নামানুসারে পদ্ধতিটির নামকরণ করা হয়েছে, যিনি ১৯৩৯ সালে বিশ্বব্যাপী পদ্ধতিটি প্রকাশ করেন।[][][] এই পদ্ধতিতে আয়োডিন বাষ্পের মাধ্যমে জমা করা সিলভার হ্যালাইডের আস্তরবিশিষ্ট আয়নার মত নিখুঁত সমতল রূপার পাতের উপর সরাসরি বস্তুর প্রতিবিম্ব ফেলা হয়। পরবর্তী উন্নত সংষ্করণে ব্রোমিন এবং ক্লোরিনের বাষ্পও ব্যবহার করা হয়েছে, যার ফলে আলোকসম্পাতকাল (এক্সপোজার টাইম) অনেকটাই সংক্ষিপ্ত করা সম্ভব হয়। দাগেরোচিত্রে ঋণাত্মক চিত্র তৈরি হয়, কিন্তু যেই রূপার তলের উপর চিত্র ধারণ করা হয়েছে তার সামনে অনুজ্জ্বল তল (যেমন কালো রঙের পর্দা) ধরে প্রতিফলন ঘটানো হলে রূপার পাতে ধারণকৃত চিত্র ধনাত্মক দেখায়। কাজেই দাগেরোচিত্র হলো অনুলিপি তৈরির সুযোগবিহীন একধরনের সরাসরি আলোকচিত্র ধারণ পদ্ধতি।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Lowry, Bates; Barrett Lowry, Isabel (২০০০)। The Silver Canvas: Daguerreotype Masterpieces from the J. Paul Getty Museum। Getty Publishers। পৃষ্ঠা 12আইএসবিএন 0-89236-536-6 
  2. Hannavy, John, সম্পাদক (২০১৩)। Encyclopedia of Nineteenth-Century Photography। Routledge। পৃষ্ঠা 365। আইএসবিএন 978-1-135-87326-4 
  3. Curley, Robert, সম্পাদক (২০১০)। The 100 Most Influential Inventors of All Time। The Rosen Publishing Group। পৃষ্ঠা 77। আইএসবিএন 978-1-61530-003-7