দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা
দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ১৯৫৬ |
অধ্যক্ষ | মোহাম্মদ আবদুল কাইয়ুম |
ওয়েবসাইট | [১] |
দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অবস্থান[সম্পাদনা]
প্রতিষ্ঠানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
১৯৫৬ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৮ সালে দাখিল পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে কার্যক্রম শুরু করা হয় এবং ১৯৮৫ সালে এমপিও ভুক্ত হয়। ২০১০ সালে দাখিল পরীক্ষা কেন্দ্র 'ফটিকছড়ি-২' (দাঁতমারা) স্থাপিত হয়।[১]
ব্যবস্থাপনা[সম্পাদনা]
মাদ্রাসা পরিচালনার জন্য জনাব মাওলানা হাবিব আহমদকে সভাপতি করে ১১ জন বিশিষ্ট একটি পরিচালনা পরিষদ রয়েছে।[১]
শিক্ষকবৃন্দ[সম্পাদনা]
প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আবদুল কাইয়ুম।[১]
অবকাঠামো[সম্পাদনা]
মাদ্রাসায় ১টি পাকা ভবন,২টি আধা পাকা ভবন এবং ৩টি মাটির দেয়ালে টিনের ছাউনি ঘর রয়েছে।[১]
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এটি একটি দাখিল (মাধ্যমিক) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে সহ-শিক্ষা ব্যবস্থা রয়েছে। ২০১২ সালে বিজ্ঞান শাখা খোলার কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৭ শতাধিক শিক্ষার্থী এ মাদ্রাসায় অধ্যয়নরত আছে।[১]
ফলাফল ও কৃতিত্ব[সম্পাদনা]
২০১২ সালের পাশের হার ৯৭.৬৭%।[১]