বিষয়বস্তুতে চলুন

দলগাঁও বিধানসভা কেন্দ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দলগাঁও
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬৮ নং চিহ্নিত কেন্দ্রটি দলগাঁও
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৬৮ নং চিহ্নিত কেন্দ্রটি দলগাঁও
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগকেন্দ্রীয় আসাম
জেলাদরঙ্গ, ওদালগুড়ি
কেন্দ্র নং.৬৮
লোকসভা কেন্দ্র৮. মঙ্গলদৈ
নির্বাচনী বছর২,৩৬,৯৮৫ (২০২১)

দলগাঁও বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি সংরক্ষিত নয়।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৫৭ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেস (নয় বার)।

ভোটার পরিসংখ্যান

[সম্পাদনা]

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,৪০,৬৮৪ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,২২,৭৭৩ জন এবং নারী ভোটার ১,১৭,৯০৫ জন। এছাড়াও ছয়জন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। দলগাঁও বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৬০।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ১,৯৭,১১২ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০১,৫০৬ জন এবং নারী ভোটার ৯৫,৬০৬ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৬৫,৮০৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৮৫,৯৬০ জন এবং নারী ভোটার ৭৯,৮৪৩ জন।[]

বিধানসভার সদস্য

[সম্পাদনা]
নির্বাচন[] বিধায়ক দল সময়কাল
২০২১ মজিবুর রহমান এআইইউডিএফ ২০২১-বর্তমান
২০১৬ মহ ইলিয়াস আলি আইএনসি ২০০৬-২০২১
২০১১
২০০৬
২০০১ আব্দুল জব্বর অগপ ১৯৯৬-২০০৬
১৯৯৬
১৯৯১ সৈয়দা আনোয়ারা তৈমূর আইএনসি ১৯৯১-৯৬
১৯৮৫ আব্দুল জব্বর স্বতন্ত্র ১৯৮৫-৯১
১৯৮৩ সৈয়দা আনোয়ারা তৈমূর আইএনসি ১৯৭৮-৮৫
১৯৭৮
১৯৭৩ হাসিমুদ্দিন আহমেদ ১৯৭৩-৭৮
১৯৬৭ এস. বড়ুয়া ১৯৬৭-৭৩
১৯৬২ মহম্মদ মাতলেবুদ্দিন ১৯৫৭-৬৭
১৯৫৭ স্বতন্ত্র

নির্বাচনী ফলাফল

[সম্পাদনা]

২০২১ ফলাফল

[সম্পাদনা]
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : দলগাঁও[]
দল প্রার্থী ভোট % ±%
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা মজিবুর রহমান ১,১৮,৩৪২ ৫৩.২০% +১৪.০১
কংগ্রেস ইলিয়াস আলি ৬২,৯৫৯ ২৯.৩৭% -১৩.১১
অগপ হাবিবুর রহমান ২৮,৩৪৪ ১৩.২২% -০.৪৮
ভিপিআই সইফুল হক ১,৮১১ ০.৮৪% অপ্রযোজ্য
স্বতন্ত্র আরব আলি ১,২২৭ ০.৫৭% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৬৮৯ ০.৭৯%
জয়ের ব্যবধান ৫৫,৩৮৩ ২৫.৮৩%
ভোটার উপস্থিতি ২,১৪,৩৭২ ৮৯.০৩% -২.৫০
কংগ্রেস থেকে নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা অর্জন করেছে সুইং

২০১৬ ফলাফল

[সম্পাদনা]
আসাম বিধানসভা নির্বাচন, ২০১৬ : দলগাঁও
দল প্রার্থী ভোট % ±%
কংগ্রেস ইলিয়াস আলি ৭৬,৬০৭ ৪২.৪৮
নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা মজিবুর রহমান ৭৪,২৮৭ ৪১.১৯
অগপ হবিবুর রহমান ২৪,৭১৪ ১৩.৭০
স্বতন্ত্র সাইফুদ্দিন আহমেদ ১,০১৬ ০.৫৬
স্বতন্ত্র আব্দুর রহিম ৯২৬ ০.৫১
স্বতন্ত্র মোস্তাফা ফারুক আহমেদ ৯০০ ০.৪৯
এলজেপি আহমেদ আলি ৭০৭ ০.৩৯
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,১৬৫ ০.৬৪
সংখ্যাগরিষ্ঠতা ২,৩২০ ১.২৯
ভোটার উপস্থিতি ১,৮০,৩২২ ৯১.৫৩
কংগ্রেস নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About dalgaon constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/dalgaon-election-result-s03a068/
  4. "List of Wiining MLA's from Dalgaon Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।