দক্ষিণ শালমারা-মানকাচর জেলা

স্থানাঙ্ক: ২৫°৪১′ উত্তর ৮৯°৫৯′ পূর্ব / ২৫.৬৮° উত্তর ৮৯.৯৮° পূর্ব / 25.68; 89.98
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(দক্ষিণ শালমারা ও মানকাচর জেলা থেকে পুনর্নির্দেশিত)
দক্ষিণ শালমারা-মানকাচর জেলা
দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অবস্থান
দেশভারত
রাজ্যআসাম
সদরহাটশিঙিমারি
আয়তন
 • মোট৫৬৮ বর্গকিমি (২১৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৫,৫৫,১১৪
 • জনঘনত্ব৯৮০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলIST (ইউটিসি+০৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডIN-AS-SSM

দক্ষিণ শালমারা-মানকাচর জেলা অসমের ৩৫টি জেলার ভিতর নতুন জেলা। গুয়াহাটি থেকে প্রায় ২৪৫ কি.মি. দূরে অবস্থিত হাটশিঙিমারি এই জেলার সদর। জেলা গঠন হওয়ার আগে দক্ষিণ শালমারা-মানকাচর ধুবড়ী জেলার মহকুমা ছিল।

নামর উৎপত্তি[সম্পাদনা]

দক্ষিণ শালমারা-মানকাচর নাম দক্ষিণ শালমারা এবং মানকাচর বিধানসভা কেন্দ্রের থেকে এসেছে। [১]

ইতিহাস[সম্পাদনা]

দক্ষিণ শালমারা-মানকাচর জেলা ধুবুড়ি জেলার অংশবিশেষ নিয়ে ২০১৬ সালে গঠন করা হয়। ১৫ আগস্ট ২০১৫ সালে অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ৫টি নতুন জেলা ঘোষণা করেছিলেন, দক্ষিণ শালমারা-মানকাচর জেলা এই ৫টি নতুন জেলার ভিতর অন্যতম। ৯ ফেব্রুয়ারি ২০১৬ সালে হাটশিঙিমারির এক সরকারি অনুষ্ঠানে সহস্র নাগরিকের উপস্থিতিতে উপায়ুক্ত এম.আই. আহমেদ দক্ষিণ শালমারা-মানকাচরকে নতুন জেলারূপে উদ্বোধন করেন।

ভৌগোলিক অবস্থান[সম্পাদনা]

দক্ষিণ শালমারা ও মানকাচর জেলার ক্ষেত্রফল ৫৬৮ বর্গকিলোমিটার (২১৯ মা)। এর পশ্চিম ও দক্ষিণে বাংলাদেশ, উত্তরে গোয়ালপাড়া জেলাধুবুড়ি জেলা এববং পূর্ব ও দক্ষিণে মেঘালয় অবস্থিত।

অর্থনীতি[সম্পাদনা]

শিক্ষা[সম্পাদনা]

সংস্কৃতি[সম্পাদনা]

ভাষা[সম্পাদনা]

নবগঠিত দক্ষিণ শালমারা মানকাচর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী দক্ষিণ শালমারা মানকাচর জেলার ভাষাসমূহ[২]

  অসমীয়া (৫৯.১৩%)
  বাংলা (৩৯.৭৭%)
  হিন্দি (০.৫২%)
  অন্যান্য (০.৫৮%)

যাতায়াত[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (পিডিএফ)। Chief Electoral Officer, Assam website। ২২ মার্চ ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১ 
  2. http://www.censusindia.gov.in/2011census/C-16.html