দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়
দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের লোগো.jpeg
Chowmohony school 9.jpg
অবস্থান

বাংলাদেশ

বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি
প্রতিষ্ঠাকাল২০০৪
বিদ্যালয় বোর্ডচট্টগ্রাম শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাচট্টগ্রাম জেলা
ইআইআইএন১০৫০২৫ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রধান শিক্ষকসাহেদ আনোয়ার চৌধুরী
অনুষদবিজ্ঞান, মানবিক, ব্যাবসায় শিক্ষা
শ্রেণী৬ষ্ঠ-১০ম
শিক্ষার্থী সংখ্যা১০০০+
শিক্ষা ব্যবস্থাবাংলা
EIIN নাম্বার১০৫০২৫

দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান৷ এটি চৌমুহনী স্কুল নামে সমধিক পরিচিত৷

অবস্থান[সম্পাদনা]

এই বিদ্যালয়টি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন এর দক্ষিণ ঢেমশা গ্রামে অবস্থিত৷ এই বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর যোগাযোগ ব্যবস্থা ৷ কলেজ রোডের পাশেই এই বিদ্যালয়ের অবস্থান ৷

ইতিহাস[সম্পাদনা]

এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার আগে স্থানীয় শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা গ্রহণের জন্য দূরবর্তী বিদ্যালয়সমূহের শরণাপন্ন হতে হতো ৷ তাই স্থানীয়রা চৌমুহনী এলাকায় একটি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা বোধ করে৷ স্কুলের জন্য অনেকে বিনামূল্যে জমি দান করেছেন৷ এক কথায় স্থানীয়দের প্রচুর প্রচেষ্টার ফল এই মাধ্যমিক বিদ্যালয় ৷

অবকাঠামো[সম্পাদনা]

এই বিদ্যালয়ের দু'টি ভবন রয়েছে ৷ এই বিদ্যালয়ের অবকাঠামো আকৃতি ইংরেজি বর্ণ আইয়ের মতো ৷ বিদ্যালয়ের প্রধান ভবনটিতে প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক-শিক্ষিকাদের অবস্থাকালীন কমন রুম ও শ্রেণী কক্ষ রয়েছে ৷

একাডেমিক কার্যক্রম[সম্পাদনা]

এই বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক, একজন সহকারী প্রধান শিক্ষক এবং পাঠদানের জন্য বিষয় অনুযায়ী দক্ষ শিক্ষক-শিক্ষিকা রয়েছে৷ এখানে ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়ে থাকে।

বিদ্যালয় ও এর পরিবেশ[সম্পাদনা]

স্থানীয় কলেজ রোড়ের পাশে এক মনোরম পরিবেশে এই বিদ্যালয়ের অবস্থান ৷ বিদ্যালয়ের আশে-পাশে গ্রামীণ কৃষিক্ষেত বিদ্যালয়কে ছবির মতো সুন্দর করে তুলে ৷ কলেজ রোড়ের পাশে অবস্থিত এই বিদ্যালয়ের একটি অনন্য বৈশিষ্ট্য হলো এর পরিবেশ। চার দিক পর্যাপ্ত গাছে ঘেরা। সবুজ ও মনোরম পরিবেশ। এর দু'টি একাডেমিক ভবন আছে ।রয়েছে যথেষ্ট পরিমাণ খেলার জায়গা ৷এক মনোরম পরিবেশে এখানে পাঠদান করা হয় ৷

সহশিক্ষা কার্যক্রম[সম্পাদনা]

ফলাফল[সম্পাদনা]

খেলাধুলা[সম্পাদনা]

লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা খেলাধুলায় অংশগ্রহণ করে ৷ উপজেলার বিদ্যালয় সমূহকে নিয়ে আয়োজিত বার্ষিক জোনাল খেলায় এই বিদ্যালয় অংশগ্রহণ করে ৷ তাছাড়া বিদ্যালয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ৷ বিভিন্ন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ভালো পারদর্শিতার কারণে এই বিদ্যালয়ের ভালো সুনাম রয়েছে ৷

মাঠ[সম্পাদনা]

স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার জন্য স্কুলের সামনে বড় একটি মাঠ রয়েছে ৷ এখানে শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল সহ নানা ধরনের খেলাধুলা করে ৷

গ্যালারী[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]