বিষয়বস্তুতে চলুন

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোরিয়া প্রজাতন্ত্র রাষ্ট্রপতি
대한민국 대통령
大韓民國大統領
দায়িত্ব
ইউন-সক ইয়ল
(ক্ষমতা এবং দায়িত্ব স্থগিত)
হান ডাক-সু
(ভারপ্রাপ্ত)

১০ মে ২০২২
ভারপ্রাপ্ত ১৪ ডিসেম্বর ২০২৪ থেকে থেকে
দক্ষিণ কোরিয়ার সরকারের নির্বাহী শাখা
রাষ্ট্রপতির দপ্তর
সম্বোধনরীতি
অবস্থা
এর সদস্য
বাসভবনদক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির বাসভবন
আসনসিউল
নিয়োগকর্তাজনগণের প্রত্যক্ষ ভোটে
মেয়াদকালপাঁচ বছর, পুনর্নবীকরণ অযোগ্য
গঠনের দলিলদক্ষিণ কোরিয়ার সংবিধান
পূর্ববর্তীকোরিয়ার প্রজাতন্ত্রের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি
গঠন২৪ জুলাই ১৯৪৮; ৭৬ বছর আগে (1948-07-24)
প্রথমসিংম্যান রি
অপ্রাতিষ্ঠানিক নামদক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি
ডেপুটিদক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী
বেতন₩২৪০,৬৪৮,০০০/মার্কিন ডলার ১৮৩,৭০০ বার্ষিক (২০২১)[]
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি ভাষায়)
দাপ্তরিক ওয়েবসাইট (কোরীয় ভাষায়)

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি (কোরীয়대한민국 대통령; হাঞ্জা大韓民國大統領; আরআরDaehanminguk daetongnyeong), যিনি কোরিয়ার রাষ্ট্রপতি (কোরীয়한국 대통령) নামেও পরিচিত, একাধারে কোরিয়া প্রজাতন্ত্রের (দক্ষিণ কোরিয়ার) রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। দক্ষিণ কোরিয়ার নাগরিকেরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। তিনি "রাষ্ট্রের প্রতিরক্ষা ও মাতৃভূমির শান্তিপূর্ণ একীভবনের উদ্দেশ্যে কাজ করা"সহ অন্যান্য কর্তব্য নির্বাহের শপথ নেন। তিনি দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় পরিষদ ও দেশের জাতীয় সরকারের নির্বাহী বিভাগের প্রধান এবং কোরিয়া প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী-র সর্বাধিনায়ক

সংবিধান ও ১৯৮৭ সালের সংশোধিত রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী জনগণের সরাসরি গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা চালু হয়। এর আগের কর্তৃত্ববাদী সরকারগুলির আমলে ১৬ বছর ধরে পরোক্ষ রাষ্ট্রপতি নির্বাচনের চর্চা ছিল। রাষ্ট্রপতি সরাসরি ভোটে ৫ বছর মেয়াদের জন্য নির্বাচিত হন এবং তাঁর পুনরায় নির্বাচিত হবার কোনও সুযোগ নেই।[] যদি রাষ্ট্রপতি পদ শূন্য হয়, তবে অবশ্যই ৬০ দিনের মধ্যে তাঁর একজন উত্তরাধিকারী নির্বাচন করতে হবে। অন্তর্বর্তীকালীন সময়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ কেবিনেট মন্ত্রীরা আইন দ্বারা নির্দিষ্ট অগ্রাধিকারক্রমে রাষ্ট্রপতির কর্তব্যগুলি পালন করবেন। রাষ্ট্রপতি অপরাধমূলক দায় থেকে মুক্ত থাকেন (অভ্যুত্থান ও দেশদ্রোহিতা ব্যতীত)।

কোরিয়ার সর্বশেষ রাষ্ট্রপতি ইউন সক ইয়ল একজন প্রাক্তন মহা-অভিযোক্তা ও রক্ষণশীল পিপল পাওয়ার পার্টি নামক রাজনৈতিক দলের সদস্য। তিনি ২০২২ সালের ১০ই মে তাঁর মেয়াদ শুরু করেন।[][] ২০২২ সালের দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ৪৮.৫% ভোট বিজয় করে আপেক্ষিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অল্প ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ডেমোক্রেটিক দলের সদস্য লি জায়ে-মিউং-কে পরাজিত করেন।[] তবে ২০২৪ সালে তাঁকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়। ২০২৪ সালে ডিসেম্বর মাস থেকে হান ডাক সু দেশটির সাময়িক রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Executive Order: 공무원보수규정(제31380호)(20210105) / (별표 32) 고정급적 연봉제 적용대상 공무원의 연봉표(제35조 관련) (কোরিয়ান ভাষায়)
  2. দক্ষিণ কোরিয়ার সংবিধানের ৭০নং ধারা অনুযায়ী
  3. "Yoon Suk Yeol to be sworn in as South Korea's new president"Kyodo News। Seoul। ১০ মে ২০২২। 
  4. Haye-Ah, Lee (১০ মে ২০২২)। "(LEAD) Yoon to take oath of office as S. Korea's new president"Yonhap News Agency। Seoul। 
  5. Choon, Chang May (১১ মার্চ ২০২২)। "Justice icon Yoon Suk Yeol elected new South Korea president, but rocky road ahead"The Straits Times। Seoul। সংগ্রহের তারিখ ১০ মে ২০২২ 
  6. Lee, Joyce (ডিসেম্বর ১৪, ২০২৪)। "Who is Han Duck-soo, South Korea's acting president after Yoon impeachment?"Reuters। সংগ্রহের তারিখ ডিসেম্বর ১৫, ২০২৪