দক্ষিণ আফ্রিকা জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
| ডাকনাম | বাফানা বাফানা | |||
|---|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন | |||
| কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | |||
| প্রধান কোচ | ডেভিড নোতোয়ানো | |||
| অধিনায়ক | রেপো মালেপে | |||
| সর্বাধিক ম্যাচ | ম্যাথু বুথ (৩৫) | |||
| শীর্ষ গোলদাতা | গিফট মোতুপা (৩) | |||
| মাঠ | বিভিন্ন | |||
| ফিফা কোড | RSA | |||
| ওয়েবসাইট | www | |||
| ||||
| প্রথম আন্তর্জাতিক খেলা | ||||
| গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||
| অংশগ্রহণ | ২ (২০০০-এ প্রথম) | |||
| সেরা সাফল্য | গ্রুপ পর্ব (২০০০, ২০১৬) | |||
| আফ্রিকা অনূর্ধ্ব-২৩ কাপ অব নেশন্স | ||||
| অংশগ্রহণ | ৩ (২০১১-এ প্রথম) | |||
| সেরা সাফল্য | তৃতীয় স্থান (২০১৫, ২০১৯) | |||
| আফ্রিকান গেমস | ||||
| অংশগ্রহণ | ৩ (১৯৯৯-এ প্রথম) | |||
| সেরা সাফল্য | রানার-আপ (২০১১) | |||
দক্ষিণ আফ্রিকা জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: South Africa national under-23 football team; যা দক্ষিণ আফ্রিকা অলিম্পিক ফুটবল দল অথবা দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম দক্ষিণ আফ্রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[২] দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উক্ত ম্যাচে দক্ষিণ আফ্রিকা ঘানা অনূর্ধ্ব-২৩ দলের সাথে উক্ত ম্যাচটি ০–০ গোলের ড্র হয়েছে।
বাফানা বাফানা নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানসবার্গে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডেভিড নোতোয়ানো এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন মিনায়ের রক্ষণভাগের খেলোয়াড় রেপো মালেপে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ২ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে শুধুমাত্র গ্রুপ পর্বে অংশগ্রহণ করা।
ম্যাথু বুথ, হলানহলা খুজওয়ায়ো, এমিলি ব্যারন, গিফট মোতুপা এবং মেনজি মাসুকুর মতো খেলোয়াড়গণ দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]গ্রীষ্মকালীন অলিম্পিক
[সম্পাদনা]| গ্রীষ্মকালীন অলিম্পিক | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
| অংশগ্রহণ করেনি | ||||||||
| উত্তীর্ণ হয়নি | ||||||||
| গ্রুপ পর্ব | ১১তম | ৩ | ১ | ০ | ২ | ৫ | ৫ | |
| উত্তীর্ণ হয়নি | ||||||||
| গ্রুপ পর্ব | ১৩তম | ৩ | ০ | ২ | ১ | ১ | ২ | |
| অনির্ধারিত | ||||||||
| মোট | গ্রুপ পর্ব | ২/২৬ | ৬ | ১ | ২ | ৩ | ৫ | ৭ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Under-23 National Team"। ২২ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১০।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২০ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)