থেরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

থেরিয়া
সময়গত পরিসীমা: Late JurassicHolocene, ১৬–০কোটি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস e
জগৎ/রাজ্য: অ্যানিম্যালিয়া (Animalia)
পর্ব: কর্ডাটা
শ্রেণি: স্তন্যপায়ী (ম্যামেলিয়া)
গোষ্ঠী: ট্রিবস্ফেনিদা
উপশ্রেণি: থেরিয়া
Parker & Haswell, 1897[১]
Infraclasses

থেরিয়া স্তন্যপায়ী প্রানীদের এক উপশ্রেনী। [২]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

এই উপশ্রেনীর প্রানীরা সন্তান প্রসব করে, অতএব স্তনপায়ী শ্রেনীর আরেক উপশ্রেনী-প্রোটোথেরিয়া (যেমন:ডিম প্রসব করা প্লাটিপাস) থেকে এরা ভিন্ন। থেরিয়া উপশ্রেনী প্রানীদের স্তনে, স্তনাগ্র (স্তনবৃন্ত) থাকে (এই স্তনবৃন্ত অঙ্গ টি প্রোটোথেরিয়াদের থাকে না)। থেরিয়া উপশ্রেনীর আরেকটা বৈশিষ্ট্য হলো এদের কানের পাতা আছে। এই উপশ্রেনীর প্রানীদের দাঁত সারা জীবন বিদ্যমান থাকে। এদের পাঁজর এ দুটো মাথা থাকে যা দিয়ে পাঁজর, কশেরুকার সঙ্গে সন্ধীযুক্ত থাকে।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ITIS Standard Report Page: Theria
  2. Myers, P.; R. Espinosa; C. S. Parr; T. Jones; G. S. Hammond; T. A. Dewey। "Subclass Theria"Animal Diversity Web  অজানা প্যারামিটার |name-list-style= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)