থিয়েরি বিয়াঙ্কি
থিয়েরি বিয়াঙ্কি (Thierry Bianquis) (৩ আগস্ট ১৯৩৫ – ২ সেপ্টেম্বর ২০১৪) একজন ফরাসি প্রাচ্যবিদ ও আরববিদ ছিলেন। তাঁর মূল গবেষণাক্ষেত্র ছিল মধ্যযুগীয় ইসলামী মধ্যপ্রাচ্য, বিশেষ করে ফাতেমীয় যুগের মিসর ও সিরিয়া। তাঁর গবেষণাপত্রও এই বিষয়েই ছিল।
তিনি ১৯৩৫ সালে লেবাননের ব্রুম্মানা শহরে জন্মগ্রহণ করেন এবং শৈশবের সময়টি সেখানে কাটান। পরে উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যান। ১৯৬৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি দামেস্কে অবস্থিত ফরাসি আরবি অধ্যয়ন ইনস্টিটিউটে গবেষক হিসেবে কাজ করেন এবং ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। একইসাথে, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি কায়রোতে অবস্থিত ফরাসি প্রাচ্যতত্ত্ব ইনস্টিটিউটের সদস্য ছিলেন।
১৯৯১ সালে তিনি ইউনিভার্সিতে ল্যুমিয়ে লিয়োঁ ২-এ ইসলামী ইতিহাস ও সভ্যতার অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তিনি বিপুলসংখ্যক গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন। পাশাপাশি, তিনি এনসাইক্লোপিডিয়া অব ইসলাম-এর দ্বিতীয় সংস্করণের সহ-সম্পাদক হিসেবে কাজ করেন এবং The Cambridge History of Egypt: Islamic Egypt (641–1517) গ্রন্থের প্রধান লেখকদের একজন ছিলেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- Guichard, Pierre (২০১৬)। "ইন মেমোরিয়াম থিয়েরি বিয়াঙ্কি (১৯৩৫–২০১৪)"। আরাবিকা। ৬৩ (6): ৫৭৫–৫৭৮। ডিওআই:10.1163/15700585-12341427। আইএসএসএন 0570-5398।
- Tillier, Mathieu; Zouache, Abbès (২০১৫)। "থিয়েরি বিয়াঙ্কি (১৯৩৫–২০১৪)"। বুলেটিন দে ত্যুদ অরিয়ঁতাল (French ভাষায়)। LXIII (63): ৭–১৮। ডিওআই:10.4000/beo.2597।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)