থিয়েট্রন-উৎসব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মুক্তমঞ্চটির ওপরে ২০১১ সালে ছাদ তৈরি করা হয়

থিয়েট্রন উৎসব একটি উন্মুক্ত সঙ্গীত উৎসব। ১৯৭০-এর দশক থেকে জার্মানির মিউনিখে এটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই উৎসবে প্রতি বছর প্রায় ১০০,০০০ দর্শকের সমাগম ঘটে। ২০০০ সালের আগস্টে, সঙ্গীত সমারোহ সহ উৎসবটি ২০০২ গিনেস বিশ্ব রেকর্ডে "বিশ্বের দীর্ঘতম ধারাবাহিক মুক্ত সঙ্গীত উৎসবের" খেতাব অর্জন করে।[১]

স্থান[সম্পাদনা]

মিউনিখের অলিম্পিয়াপার্ক হ্রদের পশ্চিম পাশে সুইমিং পুলের, জীবুনা নামক এলাকায় একটি মুক্তমঞ্চে উৎসবটি অনুষ্ঠিত হয়। গোলাকৃতির অ্যাম্পিথিয়েটারটির আশপাশে প্রায় ৫০০০ দর্শক বসতে পারে। ২৮০ বর্গমিটার (৩,০০০ ফু) জায়গা জুড়ে এটি অবস্থিত এবং এর ব্যাস প্রায় ২০ মিটার (৬৬ ফু) মিটার। অনুষ্ঠান উপভোগ ও মঞ্চের ধরন অনেকটা প্রাচীন গ্রিক থিয়েটারের মতো।

ইতিহাস[সম্পাদনা]

ইয়োগান বির, যিনি অনুরক্ত নামে পরিচিত, এই উৎসবটি শুরু করেন, যিনি ১৯৭২ গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতার পরেই, ১৯৭৩ সালে তার সন্ন্যাস-অনুসারী হিসেবে কিছু সঙ্গীতবিদকে মুক্তমঞ্চটিতে নিয়ে আসেন। এসকল দর্শকরা দীর্ঘদিনের হিপিভগবান আন্দোলন থেকে এসেছিলেন।[২][৩][৪] ১৯৭৪ সালে, ইয়োগান, আর্থার সিলভারের সাথে প্রথমবারের মতো একটি মুক্ত সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেন। পরে ইয়োগেন কালচার ওয়ার্ক ও এইনবার্গ মিউজিক মোটরের সহযোগীতায় সাহারা ব্যান্ডদলের সাথে সেন্ট্রাল পার্কেও সঙ্গীত পরিবেশন করেন।[৫][৬]

উন্নয়ন[সম্পাদনা]

১৯৭০ এর দশকের মাঝামাঝি সময়ে, তখনও স্থায়ী মঞ্চ তৈরি করা হয়নি

প্রথমদিকের কনসার্টগুলো কনক্রিটের তৈরি খোলা মঞ্চেই অনুষ্ঠিত হতো। ধীরে ধীরে শিল্পীদের জন্য একটি ছাদওয়ালা মঞ্চ তৈরি করা হয় এবং বাদ্যযন্ত্রও আরো উন্নত হয়। নানা জায়গা থেকে এই উৎসবে শিল্পীরা প্ররিবেশন করতে আসে। এদের বেশিরভাগই দক্ষ তরুণ শিল্পী। থিয়েট্রন উৎসব তাই প্রতি বছর নতুন নতুন শিল্পীদের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের অনেকেই এই উৎসবে গান পরিবেশনের মধ্য দিয়েই পেশাগত জীবন শুরু করে। থিয়েট্রন উৎসবে গান পরিবেশন করা সেরা শিল্পীদের মধ্যে স্কর্পিয়ন্স, আইসব্রাখার, স্পোর্টফ্রিউন্দে স্টিললার, কালচা ক্যান্ডেলা, এম.আই.সি, এটটা সোলো, বেনানাফিশবোনস, মেগাহার্জ, ফিউরি ইন দ্যা স্লওটারহাউজ, ক্রিশটফ ওয়েইহেরার, পাসপোর্ট, এমিল বুলস, পুসিবক্স, ওউজেনওয়েইডি এবং কিলারপিলজ অন্যতম।[৭] ২০০৪ সালে, আর্থার সিলভার উৎসবটি বর্তমানের আয়োজক জুডিথ বেকার এবং ইউরোআর্টের প্রতিষ্ঠাতা এন্টনিও সেইডেমানের হাতে তুলে দেয়।[৬]

১৯৯০-এর দশকের প্রথমদিকে থিয়েট্রন উৎসবের কনসার্টগুলো রবিবারে পুরো দিনব্যাপি অনুষ্ঠিত হতে শুরু করে। এই কনসার্টগুলিকে একত্রে বলা হয় "থিয়েট্রন রকসমার"। উৎসবের নিয়মে কিছু পরিবর্তন আনা হয় এবং তখন থেকেই থিয়েট্রন মাস্কসমার নামটির প্রচলন ঘটে। বর্তমানে উৎসবটি এআরজিই থিয়েট্রন মিউজিকসমার দ্বারা পরিচালিত হয়। এছাড়া ইউরোআর্ট ফেস্টিভিটেইটাং, ফ্রিল্যন্সারস, বাণিজ্যিক ও সাম্প্রদায়িক সংস্থা, ইউথ অফিস, কালচারফেরাত, স্ট্রিটওয়ার্কার্স, সেলিব্রেসন সোসাইটি, দ্যা রক হাউজ এসোসিয়েশন, যে এফ এফ ইস্টটিউটের মিডিয়া সেন্টার মিউনিখ - এই প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করে। মিউনিখ অলিম্পিয়াপার্ক সহ আরো কয়েকটি স্পন্সরের সহযোগিতায় উৎসবটি আয়োজিত হয়।

থিয়েট্রন উৎসবে প্রায় সকল বয়সী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রায় সকলেই নিজেদের পানীয় এবং খাদ্য নিয়ে আসে। তবুও অস্থায়ী বিয়ারের ফেরিওয়ালাও থাকে। শব্দদূষনের কারণে রাত ১০টার আগেই অনুষ্ঠান শেষ হয় এবং শব্দের তীব্রতা ৯০ ডেসিবলের নিচে রাখা হয়।

২০১৫ সালের মিউজিকসমারে, নিরাপত্তাজনিত কারণে ৬০ সেন্টিমিটার উঁচু নাচের মঞ্চটি বন্ধ রাখা হয়।[৮]

থিয়েট্রন মিউজিকসমার[সম্পাদনা]

সোলেইল বান্টু, জুলাই ২০১২

সম্ভবত ১৯৯৬ সাল থেকে, অনুষ্ঠানগুলোকে একত্রে থিয়েট্রন মিউজিকসমার নাম দেয়া হয়। এই অনুষ্ঠানগুলো অনবরত অনুষ্ঠিত হয়। প্রায় এক মাস জুড়ে বিভিন্ন জেনারের ব্যান্ড এবং অন্যান্য শিল্পী গান পরিবেশন করে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও পরবেশিত হয়।[১]

থিয়েট্রন ফিংস্ট উৎসব[সম্পাদনা]

২০০০ সাল থেকে তিনদিনব্যাপী পেন্টেকস্ট উৎসবও অনুষ্ঠিত হয়ে আসছে। ২০০৭ সালে প্রথম বিআর জুগেন্ড উন্দ জেনেম্যাগাজিনে এই উৎসবটিকে স্বীকৃতি দেওয়া হয়।[৯] ২০১৪ সালে, এটি পেন্টেকস্ট সপ্তাহের ১৪ দিন আগে, ২৩মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিত হয়।[১০] অংশগ্রহণ করা শিল্পীদের মধ্যে গিন গা, আলোয়া ইনপুট, ম্যাথিও ক্যাপ্রিওলি, ফেয়ারওয়েল ডিয়ার গস্ট এবং জেসপার মাঙ্ক অন্যতম। এই শিল্পীরা ২০১৩ সালের মিউজিকসমারেও অংশগ্রহণ করেছিল।[১১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Oliver Hochkeppel (১৪ মার্চ ২০১১)। "Schöner Krach unter neuem Dach" (জার্মান ভাষায়)। Süddeutsche Zeitung। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  2. "All about Jürgen Anurakta" (পিডিএফ)flashtimer.de (German ভাষায়)। অক্টোবর ২০০৫। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  3. "Coverboy Ray Weber"coverboy-music.de (German ভাষায়)। ১৯৯৩। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  4. "Charly Braun Group" (German ভাষায়)। Hollyworld-Music। ২০০৮। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  5. "Plakat für den 23. Juli 1974"sahara-music.de (German ভাষায়)। ২৩ জুলাই ১৯৭৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  6. Kinast, Florian (২০১২)। Es begann mit einem Damenstrumpf (German ভাষায়)। Stiebner। আইএসবিএন 3830710534 
  7. Antonio Seidemann। "THEATRON MusikSommer 28. Juli - 21. August 2011"theatron.de (German ভাষায়)। ২২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  8. Cornelius Mager (৫ আগস্ট ২০১৫)। "Tanzen verboten" (German ভাষায়)। Süddeutsche Zeitung। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  9. "12 Jahre Theatron Pfingstfestival 2012"theatron.de (German ভাষায়)। ২৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  10. Julia Menger (১০ জুলাই ২০১৪)। "Sommer in der Stadt" (German ভাষায়)। Bayerischer Rundfunk। ২৬ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 
  11. "Starker Sound auf der Seebühne"muenchen.de (German ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]