ত্রিপুরার বিধানসভা কেন্দ্রের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরা বিধানসভা
ত্রিপুরার দ্বাদশ বিধানসভা
ধরন
ধরন
এককক্ষ বিশিষ্ট
মেয়াদসীমা৫ বছর
প্রতিষ্ঠিত১৯৬৩
আসন৬০
নির্বাচন
এফপিটিপি
সর্বশেষ নির্বাচন
১৮ ফেব্রুয়ারি ২০১৮
সভাস্থল
ত্রিপুরা বিধানসভা, গোর্খাবস্তি, আগরতলা, ত্রিপুরা, ভারত
ওয়েবসাইট
tripuraassembly.nic.in
ত্রিপুরা বিধানসভা কেন্দ্রসমূহ

ত্রিপুরা বিধানসভা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের এককক্ষীয় আইনসভা।

বিধানসভার আসন রাজ্যের রাজধানী আগরতলায়। বিধানসভার মেয়াদ পাঁচ বছর, যদি না আগে ভেঙে দেওয়া হয়। বর্তমানে, এটি ৬০ জন সদস্য নিয়ে গঠিত যারা একক-আসন নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত।

ইতিহাস[সম্পাদনা]

বছর আইন প্রভাব বিধানসভা আসন নির্বাচন
১৯৬৭ গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটোরি অ্যাক্ট, ১৯৬৩ ৩০ টি আসন বিশিষ্ট বিধানসভার গঠন[১] ৩০ ১৯৬৭
১৯৭১ উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন আইন, ১৯৭১ ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। বিধানসভা আসন ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়। ৬০ ১৯৭২ থেকে ২০১৮

কেন্দ্রসমূহ[সম্পাদনা]

২০০৮ সালে নির্ধারিত বিধানসভা কেন্দ্রগুলির সাম্প্রতিক সীমানা অনুসারে ত্রিপুরা বিধানসভার নির্বাচনী এলাকার তালিকা নিম্নরূপ।[২][৩][৪]

নির্বাচনী
কেন্দ্র নং
নাম সংরক্ষণ
(তজা/তউ/নেই)
জেলা ভোটদাতা
(২০১৮)[৫] [তারিখের তথ্য]
লোকসভা
কেন্দ্র
সীমনা ত.উ পশ্চিম ত্রিপুরা ৩৫,৯৬৭ ত্রিপুরা পশ্চিম
মোহনপুর নেই ৪৩,৭২৬
বামুটিয়া ত.জা ৪২,৭৭৭
বড়জলা ত.জা ৪২,৩৫৮
খয়েরপুর নেই ৪৭,৭২৯
আগরতলা নেই ৪৯,১১৫
রামনগর নেই ৪৩,৬৫৯
টাউন বড়দোয়ালি নেই ৪৫,৬৯৬
বনমালীপুর নেই ৪০,৪৭৮
১০ মজলিশপুর নেই ৪৫,৯৯৩
১১ মান্দাইবাজার ত.উ ৪৪,৫৭৮
১২ টাকারজলা ত.উ সিপাহীজলা ৪০,৩৫০
১৩ প্রতাপগড় ত.জা পশ্চিম ত্রিপুরা ৫২,৮৮৪
১৪ বাধারঘাট ত.জা ৫৭,৪৮৪
১৫ কমলাসাগর নেই সিপাহীজলা ৩৯,৮৬৭
১৬ বিশালগড় নেই ৪৫,৮৭১
১৭ গোলাঘাটী ত.উ ৩৯,০৫২
১৮ সূর্যমণিনগর নেই পশ্চিম ত্রিপুরা ৪৬,৫৯৮
১৯ চড়িলাম ত.উ সিপাহীজলা ৩৬,৯৩৯
২০ বক্সনগর নেই ৩৭,৮০৪
২১ নলছড় ত.জা ৪১,৫৬৫
২২ সোনামুড়া নেই ৪০,৪০৬
২৩ ধনপুর নেই ৪৩,৮১২
২৪ রামচন্দ্রঘাট ত.উ খোয়াই ৩৯,১৬৫ ত্রিপুরা পূর্ব
২৫ খোয়াই নেই ৪১,০৫৯
২৬ আশারামবাড়ী ত.উ ৩৬,৪১৩
২৭ কল্যাণপুর-প্রমোদনগর নেই ৪২,১৯৫
২৮ তেলিয়ামুড়া নেই ৪৩,০০৭
২৯ কৃষ্ণপুর ত.উ ৩৫,৩৫৮
৩০ বাগমা ত.উ গোমতী ৫১,১৭২ ত্রিপুরা পশ্চিম
৩১ রাধাকিশোরপুর নেই ৪৫,৬৪৮
৩২ মাতারবাড়ী নেই ৫০,৪৩৪
৩৩ কাকড়াবন-শালগড়া ত.জা ৫০,৪৪৬
৩৪ রাজনগর ত.জা দক্ষিণ ত্রিপুরা ৪৩,৬৬০
৩৫ বিলোনীয়া নেই ৪৩,৬৬০
৩৬ শান্তিরবাজার ত.উ ৪৫,৪৭৯
৩৭ ঋষ্যমুখ নেই ৪৩,১৪৫ ত্রিপুরা পূর্ব
৩৮ জোলাইবাড়ী ত.উ ৪৪,৮১৫
৩৯ মনু ত.উ ৪২,৮৪৩
৪০ সাব্রুম নেই ৪৩,৮৪৬
৪১ অম্পিনগর ত.উ গোমতী ৩৭,৫৩৬
৪২ অমরপুর নেই ৪০,৬৩৪
৪৩ করবুক ত.উ ৩৪,৭৬১
৪৪ রাইমাভ্যালি ত.উ ধলাই ৪৩,৪১৫
৪৫ কমলপুর নেই ৪৩,১২৯
৪৬ সুরমা ত.জা ৪৪,৪৭১
৪৭ আমবাসা ত.উ ৪৫,৬৪৯
48 করমছড়া ত.উ ৩৭,৭৬৬
৪৯ ছাওমনু ত.উ ৩৯,৪৭১
৫০ পাবিয়াছড়া ত.জা ঊনকোটি ৪১,৪৩০
৫১ ফটিকরায় ত.জা ৪১,৯০২
৫২ চণ্ডীপুর নেই ৪২,৯৭৪
৫৩ কৈলাসহর নেই ৪৬,০৫৮
৫৪ কদমতলা-কুর্তি নেই উত্তর ত্রিপুরা ৪১,৩৯৪
৫৫ বাগবাসা নেই ৪২,৭৩৭
৫৬ ধর্মনগর নেই ৪১,৫২৬
৫৭ যুবরাজনগর নেই ৪০,৮৬৫
৫৮ পানিসাগর নেই ৩৬,৩২১
৫৯ পেঁচারথল ত.উ ৪০,২২৭
৬০ কাঞ্চনপুর ত.উ ৪১,৯৭৫

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "The Government of Union Territories Act, 1963" (পিডিএফ)। ১০ মে ১৯৬৩। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  2. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  3. My Neta
  4. List of assembly constituency of Tripura
  5. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১