বিষয়বস্তুতে চলুন

ত্রিপুরার জেলার তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ত্রিপুরার আটটি জেলা

ত্রিপুরা হচ্ছে ভারতের একটি প্রদেশ যার সীমান্ত রয়েছে বাংলাদেশ এবং ভারতের অসমমিজোরাম প্রদেশের সাথে। এটি হচ্ছে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম প্রদেশ[] এটি ১৯৪৯ পর্যন্ত রাজতন্ত্র শাসিত রাজ্য ছিলো। এই প্রদেশের আয়তন ১০,৪৯১ বর্গকিলোমিটার (৪,০৫১ বর্গমাইল)। ত্রিপুরা বর্তমানে আটটি জেলায় বিভক্ত। জেলাগুলি রাজ্যের প্রশাসনিক ও গঠনগত একক।

জনসংখ্যা

[সম্পাদনা]

ত্রিপুরার জেলাসমূহের জনসংখ্যা ও অন্যান্য তথ্য জেলাসমূহের আকার অনুসারে ক্রমান্বয়ে দেয়া হয়েছে।[][] (যেসব তথ্য এখানে দেয়া হয়েছে সেগুলো ২০১১ সালের আদমশুমারি থেকে নেয়া হয়েছে। নতুন চারটি জেলা ২০১২ সালে গঠন করা হয়েছে, ফলে সেই চারটির তথ্য ২০১২ সালের।)

মানচিত্রজেলাক্ষেত্রফল (কিমি)জনসংখ্যাবৃদ্ধির হারলিঙ্গানুপাতসাক্ষরতাজনঘনত্ব (প্রতি কিমি)
ধলাই জেলাধলাই২৪০০৩,৭৭,৯৮৮১২.৫৭৯৪৫৮৬.৮২১৫৭
দক্ষিণ ত্রিপুরা জেলাদক্ষিণ ত্রিপুরা১৫৩৪.২৪,৩৩,৭৩৭১৪.১৫৯৫৬৮৫.০৯২৮৩
গোমতী জেলাগোমতী১৫২২.৮৪,৩৬,৮৬৮১৪.১৫৯৫৯৮৬.১৯২৮৭
উত্তর ত্রিপুরা জেলাউত্তর ত্রিপুরা১৪৪৪.৫৪,১৫,৯৪৬১৭.৪৪৯৬৮৮৮.৭৭২৮৮
সিপাহীজলা জেলাসিপাহীজলা১০৪৪.৭৮৪,৮৪,২৩৩১৪.১৫৯৫২৮৪.১৪৪৬৩
খোয়াই জেলাখোয়াই১০০৫.৬৭৩,২৭,৩৯১১৪.১৫৯৬১৮৮.৩৭৩২৬
পশ্চিম ত্রিপুরা জেলাপশ্চিম ত্রিপুরা৯৪২.৫৫৯,১৭,৫৩৪১২.৫৭৯৭২৯১.৬৯৯৭৩
ঊনকোটি৫৯১.৯৩২,৭৭,৩৩৫১০.৮৫৯৬৬৮৭.৫৮৪৬৯

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]