তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স দাখিল মাদ্রাসা
তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | দাখিল মাদ্রাসা |
প্রতিষ্ঠাকাল | ২০১২ |
প্রতিষ্ঠাতা | আলহাজ্ব মোহাম্মদ শফিক |
সভাপতি | আলহাজ্ব মোহাম্মদ শফিক |
পরিচালক | মাওলানা মুহাম্মদ আবুল কাসেম তাহেরী |
শ্রেণী | ইবতেদায়ি থেকে দাখিল |
তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স দাখিল মাদ্রাসা চট্টগ্রামের একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছে।[১] বর্তমানে এটি এসএসসি সমমান দাখিল মাদ্রাসা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনস্থ।
অবস্থান[সম্পাদনা]
এই মাদ্রাসা চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কধুরখীলের শরীফ পাড়ায় অবস্থিত।
ইতিহাস[সম্পাদনা]
আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে ২০১২ সালে অত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
এই মাদ্রাসাটি দাখিল স্তরের। এখানে অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা যুগপোযোগী পাঠদান করা হয়। সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা হয়। এছাড়া সহ-শিক্ষা কার্যক্রম হিসেবে সাপ্তাহিক বিতর্ক সভা, বার্ষিক খেলাধুলা ও শিক্ষা সফর হয়ে থাকে।[২] এখানে হেফজখানা ও এতিমখানাও রয়েছে।
অবকাঠামো[সম্পাদনা]
অত্র মাদ্রাসায় ৪তলা বিশিষ্ট একটি ভবন, একটি মাঠ ও মাদ্রাসার পাশে একটি মসজিদ রয়েছে।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ admin (২০২০-১২-২৪)। "হযরত গাউসুল আযম দস্তগীর ইসলামকে পুনরুজ্জীবিত করে আধ্যাত্মিকতার বাণী বিশ্বব্যাপী ছড়িয়ে দেন"। Anjuman-E- Rahmania Ahmadia Sunnia Trust। সংগ্রহের তারিখ ২০২১-০৮-০৩।
- ↑ "তৈয়্যবিয়া তাহেরিয়া সুলতান মোস্তফা কমপ্লেক্স"। মাসিক তরজুমান। ২৭ মে ২০১৯।