তেল্লম বালরাজু
অবয়ব
তেল্লাম বালারাজু অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলার পোলাভারাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। [১] বালারাজু প্রথম পোলাভারাম থেকে ২০০৪ সালে এবং পরে ২০০৯ সালের নির্বাচনে এবং ২০১২ বাইপোলের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তারপরে ২০১৪ সালে তিনি তেলুগু দেশম পার্টির মোদিয়াম শ্রীনিবাসের কাছে হেরে গিয়েছিলেন। তিনি আবার ওয়াইএসআর কংগ্রেস পার্টির হয়ে ২০১৯ সালে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এজেন্সি এলাকার অন্যতম জনপ্রিয় নেতা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Polavaram (ST) legislator Tellam Balaraju"। The Hindu। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |