তেমাতাগি
অবয়ব
তেমাতাগি[১] একটি মাঝারি আকারের প্রবালদ্বীপ। এর কাছাকাছি আরো কয়েকটি বড় আকারের প্রবালদ্বীপ রয়েছে।
স্থানীয় নাম: Tematagi | |
---|---|
ভূগোল | |
অবস্থান | প্রশান্ত মহাসাগর |
স্থানাঙ্ক | ২১°৪০′ দক্ষিণ ১৪০°৩৭′ পশ্চিম / ২১.৬৬৭° দক্ষিণ ১৪০.৬১৭° পশ্চিম |
দ্বীপপুঞ্জ | টামোটাস |
আয়তন | ৬১ বর্গকিলোমিটার (২৪ বর্গমাইল) (লেগুন) ৭.৭ কিমি২ (৩.০ মা২) (পানির উপরে) |
দৈর্ঘ্য | ১১.৫ কিমি (৭.১৫ মাইল) |
প্রস্থ | ৭ কিমি (৪.৩ মাইল) |
প্রশাসন | |
রাষ্ট্রীয় প্রশাসনিক বিভাগ | ফরাসি পলিনেশিয়া |
প্রশাসনিক উপবিভাগ | টামোটাস |
কমিউন | টিউরিয়া |
জনপরিসংখ্যান | |
জনসংখ্যা | ৫৮[২] (২০১২) |
৮ বর্গকিলোমিটার (৩.১ বর্গমাইল) জায়গাজুড়ে থাকা ১১.৫ কিলোমিটার (৭.১ মাইল) দৈর্ঘ্য ও ৭ কিলোমিটার (৪.৩ মাইল) প্রশস্ত এই দ্বীপটিতে মাত্র ৫৮ জন স্থায়ী বাসিন্দা রয়েছে।
ইতিহাস
[সম্পাদনা]১৭৯২ সালের ৫ এপ্রিল জাহাজ দৈবঘটনার মাধ্যমে উইলিয়াম ব্লাই প্রথম ইউরোপীয় হিসেবে এই দ্বীপে ভ্রমণ করেন। ব্লাইয়ের ভ্রমণকালে দ্বীপটি ছিলো বসতিহীন জনমানবশূন্য। কিছু কিছু মানচিত্রে তেমাতাগি প্রবালদ্বীপকে ব্লাইয়ের উপহ্রদ দ্বীপ বা Bligh's Lagoon Island নামে চিহ্নিত করা হয়।
মক্কার প্রতিপাদ স্থান
[সম্পাদনা]তেমাতাগি হলো মক্কার বিপ্রতীপ বিন্দুর কাছাকাছি অবস্থিত অর্থাৎ মক্কার নিকট প্রতিপাদ স্থান। এর ফলে তেমাতাগি ও তার পার্শ্ববর্তী দ্বীপগুলোর মধ্যবর্তী স্থানে কিবলার দিকের ব্যাপক তারতম্য হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Board of Geographical Names Site Internet: http://geonames.usgs.gov/foreign/index.html
- ↑ "Population"। Institut de la statistique de la Polynésie française। ২৯ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৪।