বিষয়বস্তুতে চলুন

তেজেন্দ্রনারায়ণ মজুমদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেজেন্দ্রনারায়ণ মজুমদার
তেজেন্দ্রনারায়ণ মজুমদার ২০১৪ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর ওয়াশিংটনের বেলভিউ-এ ইস্টসাইড বাহাই সেন্টারে
প্রাথমিক তথ্য
জন্মনামতেজেন্দ্রনারায়ণ মজুমদার
জন্ম (1961-05-17) ১৭ মে ১৯৬১ (বয়স ৬৪)
ভারত
ধরনহিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত
পেশাসঙ্গীতশিল্পী ও সুরকার
বাদ্যযন্ত্রসরোদ
ওয়েবসাইটtejendranarayan.com

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার (জন্ম: ১৭ মে ১৯৬১) হলেন মাইহার ঘরানার একজন ভারতীয় সরোদ বাদক এবং বাহাদুর খানের অন্যতম শিষ্য। আধুনিককালের সবচেয়ে জনপ্রিয় এবং নন্দিত সরোদ বাদকদের একজন হলেন তিনি। [] শিল্পকলায় তার অসামান্য অবদানের কারণে ভারত সরকার ২০২৫ খ্রিস্টাব্দে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী প্রদান করে।

জন্ম ও প্রশিক্ষণ

[সম্পাদনা]
তেজেন্দ্রনারায়ণ মজুমদার ওয়াশিংটনের বেলভিউস্থিত ইস্টশোর ইউনিটেরিয়ান চার্চের স্প্রিং হলে সিয়াটেল-এরিয়া রাগমালা সিরিজের এক কনসার্টে

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ ১৯৬১ খ্রিস্টাব্দের ১৭ মে জন্মগ্রহণ করেন। তার মাতা ছিলেন একজন স্কুল শিক্ষিকা এবং পিতা রঞ্জন মজুমদার ছিলেন একজন সেতার বাদক। তবে তিনি নিজেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন নি। [] তেজেন্দ্রনারায়ণ প্রাথমিক সঙ্গীত শিক্ষা শুরু করেন তার পিতামহ বিভূতি রঞ্জন মজুমদারের কাছে ম্যান্ডোলিন দিয়ে। সেই সঙ্গে তিনি অমরেশ চৌধুরী এবং অনিল পালিতের কাছে কণ্ঠ ও তবলার প্রশিক্ষণও নেন [] পরবর্তীতে তিনি বাহাদুর খানের কাছে ১৯৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ আঠারো বছর সরোদ বাদনের প্রশিক্ষণ নেন। এরপর তিনি সঙ্গীতাচার্য অজয় ​​সিনহা রায় এবং তারপর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একজন কিংবদন্তী -- বিশ্ববিখ্যাত ওস্তাদ আলী আকবর খানের কাছে তার প্রশিক্ষণ অব্যাহত রাখেন। [][]

দ্বৈত সঙ্গীত পরিবেশন

[সম্পাদনা]

পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার দেশের বহু শীর্ষস্থানীয় সঙ্গীতজ্ঞের সঙ্গে যুগলবন্দীতে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস, বিক্রম ঘোষ, জাকির হুসেন হলেন অন্যতম। ইটাওয়া ঘরানার বিশিষ্ট সেতার শিল্পী সুজাত হুসেন খানের সাথে তার 'রাগ চারুকেশী'র যুগলবন্দীও বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি আকাশবাণী এবং দূরদর্শনের শীর্ষ গ্রেডের শিল্পীও।

সঙ্গীত পরিচালনা

[সম্পাদনা]

তেজেন্দ্রনারায়ণ ২০০৭ খ্রিস্টাব্দে শৈবাল মিত্র পরিচালিত 'সংশয়' [], ২০০৮ খ্রিস্টাব্দে অর্জুন চক্রবর্তী পরিচালিত 'টলিলাইটস' বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন । <ref>Das, Mohua (৩ মার্চ ২০০৮)। "Filmi froth"The Telegraph। Calcutta, India। ২৬ মে ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৬ </ref> তিনি ২০১০ খ্রিস্টাব্দে মুক্তি প্রাপ্ত আরেকটি বাংলা চলচ্চিত্র শৈবাল মিত্রের 'হননকাল' এর সঙ্গীত পরিচালনা করছেন।[]

পুরস্কার

[সম্পাদনা]

তিনি ১৯৮১ খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া রেডিও সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এবং রাষ্ট্রপতির স্বর্ণপদক এবং পণ্ডিত ডিভি পালুস্কর পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১৮ খ্রিস্টাব্দে জন্য সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হন। []

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তিনি সঙ্গীতজ্ঞ বিদূষী মানসী মজুমদারকে বিবাহ করেন। তাদের পুত্র ইন্দ্রায়ুধ মজুমদার তার পিতামাতার কাছে পাঁচ বছর বয়স হতেই প্রশিক্ষণ নেন এবং একজন সরোদ বাদক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন [১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dasgupta, Priyanka (১৭ জুন ২০০৭)। "Beyond barriers"The Times of India। সংগ্রহের তারিখ ২০০৯-০৪-৩০ 
  2. "Padma Shri: 'ভারতের সমৃদ্ধ শাস্ত্রীয় সঙ্গীতকে আমি এটা উৎসর্গ করলাম', পদ্মশ্রী পেয়েই আবেগঘন পন্ডিত তেজেন্দ্র নারায়ণ"। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৬ 
  3. "ITC Sangeet Sammelan — Hyderabad, 2006"ITC Sangeet Research Academy। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-০২ 
  4. Nair, Chitra (১৬ ডিসেম্বর ২০০৮)। "Classical music here to stay..."The Times of India। ২৪ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-১৬ 
  5. "Pt. Tejendra Narayan Majumdar - Sarod Guru"। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৬ 
  6. "Tejendra Narayan Majumdar"। সংগ্রহের তারিখ ২০২৫-০১-২৭ 
  7. "Sangeet Natak Akademi awardees on their musical journey"The Hindu (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৭-২৫। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৯ 
  8. "Understanding a raga is no less than understanding a person: Tejendra Narayan Majumdar" (ইংরেজি ভাষায়)। The Hindu। ১৫ মার্চ ২০১৮। ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ 
  9. "Mamata Shankar, Pt Tejendra Narayan among 9 Padma awardees from Bengal"। The Times of India। ২৫ জানুয়ারি ২০২৫। ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০২৫ 
  10. "Rashid's latest crush"The Times of India। ২১ মার্চ ২০০৩। সংগ্রহের তারিখ ২০০৯-০৬-২২