তেজস্বিন শঙ্কর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তেজস্বিন শঙ্কর
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-12-21) ২১ ডিসেম্বর ১৯৯৮ (বয়স ২৫)
দিল্লী, ভারত
উচ্চতা৬ ফিট ৪ ইঞ্চ [১]
ওজন৮১ কেজি
ক্রীড়া
দেশভারত
বিভাগহাই জাম্প
কলেজ দলকানসাস সিটি ইউনিভাসিটি
সাফল্য ও খেতাব
ব্যক্তিগত সেরাআউটডোর: ২.২৯ মিটার NR (লুবকক ২০১৮)
ইন্ডোর: ২.২৮ মিটার (আমেস ২০১৮)
পদকের তথ্য
পুরুষদেরহাই জাম্প
 ভারত-এর প্রতিনিধিত্বকারী
কমনওয়েলথ গেমস
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ২০২২ বার্মিংহ্যাম উচ্চ লম্ফ
দক্ষিণ এশীয় গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান 2016 Guwahati/Shillong হাই জাম্প
যুব কমনওয়েলথ গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান 2015 Apia হাই জাম্প

তেজস্বিন শঙ্কর (জন্ম ২১শে ডিসেম্বর ১৯৯৮) একজন ভারতীয় ক্রীড়াবিদ যিনি প্রতিদ্বন্দ্বিতা করেন হাই জাম্প ইভেন্টে।তিনি ভারতের জাতীয় রেকর্ডের অধিকারী যা তিনি ২০১৮-৪ এপ্রিল মাসে ২।২৯ মিটার লাফ দিয়ে অর্জন করেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

শঙ্কর জন্মগ্রহণ করেন ১৯৯৮ সালের ২১শে ডিসেম্বর দক্ষিণ দিল্লির সাকেত অঞ্চলের একটি তামিল পরিবার। তিনি পড়াশোনা করেছেন নতুন দিল্লির সরদার প্যাটেল বিদ্যালয় থেকে, যেখানে তিনি অষ্টম শ্রেণী পর্যন্ত ক্রিকেট খেলতেন; সেখানেই তার শারীরিক শিক্ষার শিক্ষকের প্রস্তাবে তিনি হাই জাম্প শুরু করেন। তিনি শীঘ্রই ইন্টার-স্কুল অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয় শুরু করেন। তার বাবা, একজন আইনজীবী, ২০১৪ সালে রক্তের ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।[১]

শঙ্কর কানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে চার বছরের একটি অ্যাথলেটিক্স বৃত্তি লাভ করেন ২০১৭ সালে এবং সেখানে তিনি ব্যবসা প্রশাসন নিয়ে পড়াশোনা শুরু করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

শংকর আপিয়া তে আয়োজিত ২০১৫ কমনওয়েলথ যুব গেমসের ২।১৪ মিটার লাফিয়ে নতুন একটি গেম রেকর্ড স্থাপন করেন এবং স্বর্ণ পদক জয় করেন। তিনি গুয়াহাটি তে আয়োজিত ২০১৬ দক্ষিণ এশিয়ান গেমস ২.১৭ মিটার লাফিয়ে রৌপ্য পদক জয় করেন।[১] কুঁচকি আঘাতের কারণে, এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ স্থান অধিকার করেন এবং ২০১৬র বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি[৩]

২০১৬-র নভেম্বরে কোয়েম্বাটুর-এ আয়োজিত জাতীয় জুনিয়র চ্যাম্পিয়নশিপে ১২ বছরের পুরানো জাতীয় রেকর্ড ২.২৫ মিটার ভেঙে ১৭ বছর বয়সী শঙ্কর ২।২৬ মিটার লাফ দিয়ে নতুন জাতীয় রেকর্ড স্থাপন করেন এবং আলোড়ন সৃষ্টি করেন। [৪] সেই বছরে তিনি ছিলেন বিশ্বের আইএএএফ জুনিয়র হাই জাম্পারদের মধ্যে তৃতীয় সেরা।[৫] তিনি ২০১৭ সালে স্লিপ ডিস্ক সংক্রান্ত অসুস্থতার জন্যে ছয় মাসের জন্য শয্যাশায়ী হয়ে পড়েন।[৬]

২০১৮র জানুয়ারিতে, শঙ্কর ২.১৮ মিটার লাফিয়ে হরিশংকর রায়-এর ইন্ডোর জাতীয় রেকর্ড ভেঙে দেন এবং সেই মাসেই আরো এক সেন্টিমিটার বেশি লাফিয়ে রেকর্ডের উন্নতিসাধন করেন।ফেব্রুয়ারি মাসে তিনি আমেস-এ আয়োজিত বিগ ১২ ইন্ডোর আথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আরও উন্নত করেন তার রেকর্ড ২.২৮ মিটার লাফিয়ে। [৭]

কমনওয়েলথ গেমস[সম্পাদনা]

ইংল্যান্ডের বার্মিংহ্যামে আয়োজিত ২০২২ কমনওয়েলথ গেমসে ২.২২মিটার লাফিয়ে তিনি ব্রোঞ্জ পদক জিতে নেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Koshie, Nihal (২৫ ডিসেম্বর ২০১৬)। "Tejaswin Shankar is India's high jump hope"The Indian Express। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  2. "Record breaker Delhi high jumper Tejaswin Shankar idolises Sehwag"Asianet India। ৭ মার্চ ২০১৮। ১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  3. Pritam, Norris (১৩ নভেম্বর ২০১৬)। "Tejaswin Shankar's journey from budding cricketer to high jump national record holder"Firstpost। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  4. "Tejaswin Shankar breaks senior national record"Deccan Chronicle। ১১ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  5. Rayan, Stan (২ মার্চ ২০১৮)। "Leap of faith"The Hindu। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  6. Srinivasan, Aneesh (১৮ জুলাই ২০১৭)। "Despite career-threatening injury, Tejaswin Shankar sets meet record"The New Indian Express। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 
  7. "Tejaswin Shankar breaks national high jump record, grabs bronze at Big 12 indoor championships"scroll.in। ২৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]