বিষয়বস্তুতে চলুন

তুষার কান্তি ভট্টাচার্য

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তুষার কান্তি ভট্টাচার্য
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০১৬ – ২০২১
পূর্বসূরীশ্যামা প্রসাদ মুখার্জি
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি

তুষার কান্তি ভট্টাচার্য (১৯৪০ - ২৮ জানুয়ারি ২০২২) ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতীয় জনতা পার্টির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।[] ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।[][]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

তুষার কান্তি তার রাজনৈতিক জীবনে বারবার দল বদল করেছিলেন। এই নিয়ে অতীতে একাধিক বার সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তিনি প্রথমে ছিলেন কংগ্রেস, তারপর তৃণমূল, তারপর বিজেপি, তারপর আবার তৃণমূল। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্তেই সবচেয়ে বেশি কটাক্ষ শুনতে হয়েছিল তাকে।[]

মৃত্যু

[সম্পাদনা]

বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য প্রয়াত হন ২০২২ সালের ২৮ জানুয়ারি।বার্ধক্যজনিত অসুস্থতার কারণে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তাঁর মৃত্যু হয। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]