তিরথ রাম আমলা
তীর্থ রাম আমলা (১৯১৩-২০০৯) ছিলেন জম্মু ও কাশ্মীরের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি ১৯১৩ সালের ১৩ এপ্রিল জম্মু ও কাশ্মীরের (ব্রিটিশ ভারত) মুজাফফরাবাদে জন্মগ্রহণ করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টি থেকে ১৯৬৭-১৯৭০, ১৯৭০-১৯৭৬, ১৯৭৬-১৯৮২ এবং ১৯৮৫-১৯৯১ এই চার মেয়াদে ভারতের সংসদের উচ্চকক্ষ - রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।[১] আমলা নিঃসন্দেহে কাশ্মীর উপত্যকার সবচেয়ে সফল ব্যবসায়ী ছিলেন। অন্যান্য কাজের মধ্যে, তিনি শ্রীনগরে হোটেল ব্রডওয়ে এবং ব্রডওয়ে সিনেমা (যা পরে পুড়ে যায়) স্থাপন করেছিলেন। তিনি ১৯৫৬ সালে পুরাতন দিল্লিতে আইকনিক হোটেল ব্রডওয়েও নির্মাণ করেছিলেন। বর্তমানে এটি তার নাতি বিশিষ্ট রেস্তোরাঁ মালিক রোহিত খট্টারের ওল্ড ওয়ার্ল্ড হসপিটালিটি (OWH) দ্বারা পরিচালিত হয়।[২]
১৯৩৯ সালে আমলা সত্যদেবীকে বিয়ে করেন। তাদের ৩ সন্তান ছিল - কৃষ্ণ, বিজয় লক্ষ্মী এবং কিরণ। কিরণ কাশ্মীরি রাজনীতিবিদ ডিপি ধরের ছেলে বিজয় ধরকে বিয়ে করেন। আমলা ২২ জানুয়ারী ২০০৯ তারিখে স্ট্রোকে আক্রান্ত হয়ে নয়াদিল্লিতে মারা যান।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "List of Rajya Sabha members Since 1952"।
- ↑ "Delhi icon that offered taste of Kashmir shuts"। The Times of India। ২৮ অক্টোবর ২০২০। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২৪।
- ↑ "CM attends condolence meeting of late TR Amla"। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ মে ২০২৫।