তিতিমোউরাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তিতিমোউরাল
(Paris Peacock)
ডানা বন্ধ অবস্থায়
ডানা বন্ধ অবস্থায়
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Arthropoda
শ্রেণী: Insecta
বর্গ: Lepidoptera
পরিবার: Papilionidae
গণ: Papilio
প্রজাতি: P. paris
দ্বিপদী নাম
Papilio paris
Linnaeus, 1758

তিতিমোউরাল[১](বৈজ্ঞানিক নাম: Papilio paris (Linnaeus)) এক বড় আকারের প্রজাপতি, যার মূল শরীরটা কালো বর্ণের তার উপর সবুজ আবির ছেটানো। পিছনের ডানায় চওড়া নীল পটি দেখা যায়। এরা 'প্যাপিলিওনিডি' পরিবারের এবং 'প্যাপিলিওনিনি' উপগোত্রর সদস্য।

উপপ্রজাতি[সম্পাদনা]

অনেকগুলি পুরুষ তিতিমোউল (Papilio paris) একসাথে বসে জলপান করছে, বক্সা ব্যাঘ্র প্রকল্প, পশ্চিমবঙ্গ
  • Papilio paris arjuna Horsfield, 1828 (মধ্য জাভা)
  • Papilio paris battacorum Rothschild, 1908 (উত্তর-পূর্ব সুমাত্রা)
  • Papilio paris chinensis Rothschild, 1895 (পশ্চিম চীন)
  • Papilio paris gedeensis Fruhstorfer, 1893 (পশ্চিম জাভা)
  • Papilio paris hermosanus Rebel, 1906 (মধ্য তাইওয়ান, দক্ষিণ তাইওয়ান)
  • Papilio paris nakaharai Shirôzu, 1960 (উত্তর তাইওয়ান)
  • Papilio paris paris Linnaeus, 1758 (উত্তর-পশ্চিম ভারত – দক্ষিণ-পশ্চিম চীন , উত্তর থাইল্যান্ড, ভিয়েতনাম, দক্ষিণ মায়ানমার)
  • Papilio paris tamilana Linnaeus, 1758 — Tamil Peacock (দক্ষিণ ভারত)
  • Papilio paris tenggerensis Fruhstorfer, 1893 (পূর্ব জাভা)

[২][৩]

ভারতে প্রাপ্ত তিতিমোউরাল এর উপপ্রজাতি হল- [৪]

  • Papilio paris paris Linnaeus, 1758 – Chinese Paris Peacock
  • Papilio paris tamilana Moore, 1881 – Sahyadri Paris Peacock (Tamil Peacock)

আকার[সম্পাদনা]

প্রসারিত অবস্থায় তিতিমোউলের ডানার আকার ৯০-১৪০ মিলি মিটার দৈর্ঘের হয়।[৫]

বিস্তার[সম্পাদনা]

সাধারণত এই জাতীয় প্রজাপতিটি হিমালয়ের পাদদেশ বরাবর কুমায়ুন থেকে সিকিম[৬], নেপাল, ভুটান, আসাম সহ উত্তর-পূর্ব ভারত, পশ্চিমঘাট পর্বত্মালা, উত্তর-পূর্ব অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ বিহারে এদের দেখা মেলে। এছাড়া ভারতের বাইরে প্রায় দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও দেখা যায়। তিতিমোউল চিরহরিৎ অরণ্যের প্রজাপতি।

আইরুপু ঝর্নার(কর্ণাটক) পাশে বসে জলপান করছে

বর্ণনা[সম্পাদনা]

তিতিমোউলের পিছনের ডানার মাঝামাঝি উজ্জ্বল নীল রঙের অঞ্চল দেখা যায়। এখান থেকে ডানার ভূমিকোন পর্যন্ত একটা উজ্জ্বল সবুজ বিন্দুর সারি থাকে। পিছনের ডানার ভূমিকোণে লাল টিপ দেখা যায়। তিতিমোউলের লেজ বেশ লম্বা। [৭]

বৈশিষ্ট্য[সম্পাদনা]

ডিম[সম্পাদনা]

  • তিতিমোউলের ডিম গোলাকৃতি, উপরের তল অগভীর খন্দ দেখা যায়। সদ্য পাড়া ডিম অর্ধসচ্ছ সবুজ বর্ণের কিন্তু সময়ের সাথে সাথে এতে লালচে বাদামী ছিট দেখা যায়।

শূককীট[সম্পাদনা]

শূককীট উজ্জ্বল সবুজ বর্ণের, অনেকটা কচি ঘাসের মতো রঙ তাতে সাদা এবং হলুদের দাগ আছে। প্রথম অবস্থায় এদের রঙ থাকে গাঢ় জলপাই সবুজ।

আহার্য উদ্ভিদ[সম্পাদনা]

এই শূককীট বিভিন্ন প্রকার লেবু জাতীয় উদ্ভিদ, যেমন- পাতিলেবু (Citrus medica), বাতাবি লেবু (Citrus decumana), জাম্বুরা (Citrus maxima) এছাড়া দাহন (Toddalia asiatica), Zanthoxylum ovafolium, Evodia roxburghiana, Zanthoxylum oxyphyllum গাছের পাতার রসালো অংশ আহার করে।

মূককীট[সম্পাদনা]

  • মূককীট সবুজ রঙের হয় তবে ডানার আবরনীর অংশ হলদাটে সবুজ হয়। নিচের দিক থেকে চতুর্থ-পঞ্চম দেহখন্ড পর্যন্ত, পিঠ বরাবর একটা চওড়া হলুদ পটি দেখা যায়। পটিটার উপরের অংশ খয়েরী-গোলাপী রঙের।

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dāśagupta, Yudhājit̲̲̲̲̲̲a (২০০৬)। Paścimabaṅgera prajāpati (1. saṃskaraṇa. সংস্করণ)। Kalakātā: Ānanda। পৃষ্ঠা 58। আইএসবিএন 81-7756-558-3 
  2. Biolib
  3. Funet
  4. "Papilio paris Linnaeus, 1758 – Paris Peacock"। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৬ 
  5. Isaac, Kehimkar (২০০৮)। The book of Indian Butterflies। New Delhi: Oxford University Press। পৃষ্ঠা ১৩৪। আইএসবিএন 978 019569620 2 
  6. Haribal, Meena (1994). Butterflies of Sikkim Himalaya and their Natural History
  7. http://www.thaibugs.com/?page_id=189

বহিঃসংযোগ[সম্পাদনা]