তারীখে দাঊদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তারীখে দাঊদী (ফার্সি: تاریخِ داوودی) ষোড়শ শতকের একটি ফার্সি ভাষার বই যা দক্ষিণ এশিয়ার বিভিন্ন পাঠান রাজবংশের প্রশাসনের নথিভুক্ত করে। এটি আব্দুল্লাহ নামে একজন ইতিহাসবিদ লিখেছেন। বইটি দিল্লির লোদী রাজবংশের সুলতান বাহলুল লোদীর সাথে শুরু হয় এবং বাংলার কররানী রাজবংশের সুলতান দাঊদ খাঁন কররানীর সাথে শেষ হয়। পাঠান সূরী রাজবংশ সম্পর্কিত তথ্যও বইটিতে পাওয়া যায়। এই পাঠান রাজবংশগুলি ছাড়াও, বইটিতে কাব্য এবং জৌনপুর সালতানাতের ইতিহাসও রয়েছে।[১] বইটি সুলতান দাঊদ খাঁন কররানীর নামে নামকরণ করা হয়েছে, যার শাহী দরবারেই এবং পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল।[২] আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শেখ আব্দুর রশীদ এবং ইক্তাদার হোসেন সিদ্দিকী ১৯৬৯ সালে এটি ইংরেজীউর্দু ভাষায় অনুবাদ করেছিলেন। [৩]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. আবদুল করিম (২০১২)। "তারিখ-ই-দাউদী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  2. সিরাজুল ইসলাম (২০১২)। "ইতিহাস লিখনধারা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. "Tarikh - I- Daudi Of Abdullah"AbeBooks। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২