বিষয়বস্তুতে চলুন

তারিণী দেশাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তারিণী দেশাই
জন্ম (1935-12-22) ২২ ডিসেম্বর ১৯৩৫ (বয়স ৮৯)
জাতীয়তাভারতীয়
পেশালেখক
দাম্পত্য সঙ্গীসুধীর দেশাই (বি. ১৯৫৫)
সন্তান

তারিণী দেশাই (জন্ম: ২২শে ডিসেম্বর ১৯৩৫) একজন ভারতীয় গুজরাটি ছোটগল্পকার। আকর্ষণীয় কৌশলের মাধ্যমে আখ্যান এবং গল্প বলে তিনি গুজরাটি সাহিত্যে অবদান রেখেছেন। তাঁর কাজগুলি প্রায়শই তাঁর অঞ্চলে প্রচলিত সাংস্কৃতিক সূক্ষ্ম প্রভেদ এবং সামাজিক বিষয়গুলিকে প্রতিফলিত করেছে। গুজরাটি সাহিত্যের ছোটগল্পের ক্ষেত্রে অবদানের জন্য তিনি স্বীকৃত।[]

ব্যক্তিজীবন ও শিক্ষা

[সম্পাদনা]

তিনি ১৯৩৫ সালের ২২শে ডিসেম্বর বরোদাতে (বর্তমানে বড়োদরা) জন্মগ্রহণ করেন। তাঁর মা ও বাবার নাম যথাক্রমে সুধাবেন এবং রুদ্রপ্রতাপ মুন্সি। তাঁর পরিবার পেটলাডের বাসিন্দা ছিল। তিনি বরোদা থেকে তাঁর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি ১৯৫৭ সালে এমএস বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও মনোবিজ্ঞানে বিএ এবং বোম্বের উইলসন কলেজ থেকে সমগ্র দর্শনে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৫৬ সালে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ডিপ্লোমাও অর্জন করেন।[]

তারিণী ১৯৫৫ সালে গুজরাটি কবি ও সমালোচক সুধীর দেশাইকে বিয়ে করেন।[] তাঁদের ছেলের নাম সংস্কার দেশাই এবং দুই মেয়ের নাম যথাক্রমে সংস্কৃতিরাণী দেশাই ও ধ্বনি দেশাই

সৃষ্টকর্ম

[সম্পাদনা]

তারিণী তাঁর কলেজ জীবন থেকেই লেখালেখি শুরু করেছিলেন। তাঁর প্রথম বেতার রচনা নবরাত্রি ১৯৫১ সালে আকাশবাণীর বরোদা কেন্দ্র থেকে উপস্থাপিত হয়েছিল। রেডিওর জন্য তাঁর আরেকটি রচনা ১৯৬২ সালে আকাশবাণীর বোম্বে কেন্দ্র থেকে উপস্থাপিত হয়েছিল। তাঁর প্রথম গল্প সভা ১৯৬৬ সালে চাঁদনী পত্রিকায় প্রকাশিত হয়। রাধেশ্যাম শর্মা ১৯৭৫ সালে তাঁর ছোটগল্প কাবারো পান চালি শাকে ছে-কে সংকলিত করেছিলেন।[]

পাগ বলতা লাগে ছে (১৯৮৪) ছিল তাঁর পনেরোটি ছোটগল্পের প্রথম সংকলন। রাজা মহারাজা জে (১৯৯২)-এর চোদ্দটি ছোটগল্প "বিভ্রম" বিষয়কে কেন্দ্র করে লেখা হয়েছে। মেরুন জামলি গুলাবি (২০০৩) ছিল তাঁর তৃতীয় পরীক্ষামূলক গল্প সংকলন। কোমল পঞ্চম জা (২০০৮) তাঁর অন্য একটি গল্প সংকলন।[] তিনি ছোটদের জন্যেও গল্প লিখেছেন, তার মধ্যে রয়েছে চিম্পুদাদা এবং গাঞ্জি কাঞ্জি আনে ভাঞ্জি। তাঁর নির্বাচিত গল্পের আর একটি সংকলন হল তারিণীবহেন দেশাই নি শ্রেষ্ঠ বার্তাওতারিণীবহেন দেশাই নি বার্তাও: আস্বদ আনে অভবোধ বইটিতে তাঁর গল্পগুলি বিশ্লেষণ করা হয়েছে, যেখানে বেশ কয়েকজন পণ্ডিত তাঁর গল্পগুলি বিশ্লেষণ করেছেন এবং সেগুলির ওপরে লিখেছেন। সাত তালি রামাদাতি ক্ষনো হল তাঁর পেন স্কেচের একটি সংগ্রহ।[]

তিনি টিভি ধারাবাহিক প্রেরণা তে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]

২০০৪ সালে, তিনি ধূমকেতু পুরস্কারে ভূষিত হন। তাঁর গল্প সংকলনগুলি গুজরাট সাহিত্য আকাদেমি এবং গুজরাটি সাহিত্য পরিষদ কর্তৃক পুরস্কৃত।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tarini Desai Age, Birthday, Zodiac Sign and Birth Chart"Ask Oracle। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ 
  2. Brahmabhatt, Prasad (২০১০)। અર્વાચીન ગુજરાતી સાહિત્યનો ઈતિહાસ - આધુનિક અને અનુઆધુનિક યુગ (History of Modern Gujarati Literature – Modern and Postmodern Era) (গুজরাটি ভাষায়)। Parshwa Publication। পৃষ্ঠা 260–262। আইএসবিএন 978-93-5108-247-7