তামান্না বেগম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তামান্না (পাকিস্তানি অভিনেত্রী) থেকে পুনর্নির্দেশিত)
তামান্না বেগম
জন্ম
তামান্না বেগম

১৯৪৪
মৃত্যু২০ ফেব্রুয়ারি ২০১২(2012-02-20) (বয়স ৬৭–৬৮)
করাচি, পাকিস্তান
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬০–২০১২
পুরস্কার১৯৭৭ সালে নিগার পুরস্কার

তামান্না বেগম (১৯৪৪– ২০ ফেব্রুয়ারি ২০১২) ছিলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী[১]

ব্যক্তিজীবন[সম্পাদনা]

অভিনেত্রী তামান্না বেগম ১৯৪৪ সালে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে জন্মগ্রহণ করেছিলেন।[১] তিনি উপস্থাপিকা হিসাবে ১৯৬০ সালে রেডিও পাকিস্তান, লাহোর থেকে তার মিডিয়া জীবন শুরু করেছিলেন এবং পরে চলচ্চিত্রে যোগদানের আগে থিয়েটার নাটকে অভিনয় করেছিলেন।[২] তিনি ১৯৬২ সালে দামান চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রজগতে প্রবেশ করেছিলেন এবং ১৯৮০ এর দশকের শেষ পর্যন্ত পাকিস্তানি চলচ্চিত্র শিল্পে কাজ করেছিলেন। তিনি ২৬০ টিরও বেশি চলচ্চিত্রে এবং শত শত ধারাবাহিক টিভি নাটকে অভিনয় করেছিলেন। তিনি মাঝেমধ্যেই নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন, তবে কিছু বিনোদনমূলক এবং কৌতুক ভূমিকায়ও অভিনয় করেছিলেন।

অভিনীত চলচ্চিত্র[সম্পাদনা]

  • দামান (১৯৬৩) - অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশে তার প্রথম চলচ্চিত্র[১]
  • আশিয়ানা (১৯৬৪)
  • নসিব আপনা আপনা
  • আফশান (১৯৭১)
  • ইলজাম (১৯৭২)
  • নাদান (১৯৭১)
  • মুহাব্বত (১৯৭২)
  • উমরাও জান আদা (১৯৭২)
  • আনমল (১৯৭৩)
  • ভরসা (১৯৭৭) [২][৩]
  • বেহেন ভাই (১৯৭৯)
  • সোহরা তে জবাই (১৯৮০)
  • মেহেন্দি (১৯৯৬)

চলচ্চিত্রে এক দশক কাজ করার পরে তিনি টেলিভিশনে যোগ দিয়েছিলেন এবং পাকিস্তানি ধারাবাহিক টিভি নাটকে কয়েকটি চরিত্রে অভিনয় করেছিলেন।[২]

পুরস্কার এবং স্বীকৃতি[সম্পাদনা]

  • ১৯৭৭ সালে ভরসা চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে নিগার পুরস্কার

মৃত্যু[সম্পাদনা]

তামান্না বেগম দীর্ঘ অসুস্থতার পর ২০১২ সালের ২০ ফেব্রুয়ারি ৬৮ বছর বয়সে করাচিতে মৃত্যুবরণ করেছিলেন।[১] মৃত্যুর কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হার্ট অ্যাটাকের ফলে তার কিডনি বিকল হয়ে পড়েছিল এবং তিনি সপ্তাহে দুবার ডায়ালিসিস চিকিৎসা করিয়েছিলেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Peerzada Salman (২০ ফেব্রুয়ারি ২০১২)। "Film actress Tamanna passes away"। Dawn (newspaper)। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯ 
  2. "Veteran Pakistani Actress Tamanna Begum Passed Away"। Pakium.com। ২০ ফেব্রু ২০১২। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯ 
  3. "BBC Urdu - فن فنکار - اداکارہ تمنا بیگم انتقال کرگئیں"। BBC News। ২০ ফেব্রু ২০১২। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯ 
  4. Actress Tamanna dies at 64 Samaa TV website, Published 20 Feb 2012, Retrieved 15 March 2019