তাবলীগের আয়াত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আল-তাবলীগ আয়াত (আরবি: آیة التَّبليغ, প্রচার/প্রচার আয়াত) হল সূরা আল-মায়িদার ৬৭তম আয়াত। শিয়ারা বিশ্বাস করে যে আয়াতটির বার্তার বিষয়বস্তু ছিল হযরত আলীর উত্তরাধিকারী।

গাদীরের ঘটনা (আরবি: واقعة الغدير), শিয়া বিশ্বাস অনুসারে, হজ্জত আল-উইদা থেকে ফিরে আসার পর, নবী মুহাম্মাদ গাদির খুম্ম নামক স্থানে নিজের পরে ইমাম আলীকে তার খলিফা (উত্তরসূরি) হিসাবে পরিচয় করিয়ে দেন।[১]

পাঠ্য এবং অনুবাদ[সম্পাদনা]

يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّـهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّـهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ

হে রসূল! আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করুন এবং আপনি যদি তা না করেন তবে আপনি তাঁর বাণী প্রচার করতে পারবেন না এবং আল্লাহ আপনাকে লোকদের থেকে রক্ষা করবেন, নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদেরকে পথ দেখান না।[২]

আরও দেখুন[সম্পাদনা]

মন্তব্য[সম্পাদনা]

  1. Qummī, Tafsīr al-Qummī, vol. 1, p. 179; ʿAyyāshī, Tafsīr al-ʿAyyāshī, vol. 1, p. 331-332 ,Suyūṭī, al-Durr al-manthūr, vol. 2, p. 298; Ālūsī, Rūḥ al-maʿānī. Vol. 6, p. 194 
  2. Qur'an 5:67