তাফসির আল-তাবারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(তাফসির আল তাবারি থেকে পুনর্নির্দেশিত)
জামিউল বয়ান আন তাবিলি আয়িল কুরআন
লেখকমুহাম্মদ ইবনে জারির আল -তাবারী
মূল শিরোনামجامع البيان عن تأويل آي القرآن
ভাষাআরবি
ধরনধর্মীয় বই, তাফসীর

তাফসীর আল-তাবারি যার প্রকৃত নাম জামিউল বয়ান আন তাবিলি আয়িল কুরআন (আরবি: جامع البيان عن تأويل آي القرآن), তাফসীর আল-তাবারি (আরবি: تفسير الطبري) নামেই অধিক পরিচিত, হল ফারসি ইসলামী চিন্তাবিদ ও লেখক মুহাম্মদ ইবনে জারির আল -তাবারির লেখা একটি সুন্নি তাফসীর গ্রন্থ।[১] মূল তাফসীরটি আরবি ভাষায় রচিত হলেও পরবর্তীতে ইংরেজি বাংলা সহ অনেক ভাষায় অনুদিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে তাফসীর আল-তাবারি অন্যতম।তিনি ৮৩৯ খিষ্টাব্দে তাবারিস্তানের আমুুুল নামক স্থ্ানে জন্মগ্রহণ করেন। ৯২৩ খ্রিষ্টাব্দে ইরাকের বাগদাদে মারা যান।

তাফসীরটি সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেন, "আত তাবারির তাফসীর গ্রন্থখানি বিশেষ মর্যাদার অধিকারী, সত্যিই এটি একটি অতুলনীয় তাফসীর গ্রন্থ" (প্রাগুক্ত)। তাফসীরটি রচনায় হাদিসের প্রভাব উল্লেখযোগ্য। ইসলামিক স্কলার এবং ছাত্রদের কাছে এই তাফসীরটি খুব গুরুত্বপূর্ণ।

আরও দেখুন[সম্পাদনা]

তাফসীর

তাফসীরের তালিকা

মুহাম্মদ ইবনে জারির আল-তাবারি

তাফসির-এ-ইবন কাছীর

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]