তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র (ইংরেজি: Zeroth Law of Thermodynamics) হল যদি দুইটি তাপীয় ব্যবস্থা তৃতীয় একটি তাপীয় ব্যবস্থার সাথে তাপীয় সাম্যবস্থায় থাকে তবে ঐ দুইটি তাপীয় ব্যবস্থা নিজের তাপীয় সাম্যবস্থায় থাকবে।[১][২][৩]
দুটি সিস্টেমকে তাপীয় সাম্যাবস্থায় বলা হয় যদি তারা কেবল তাপের সাথে প্রবেশযোগ্য প্রাচীর দ্বারা সংযুক্ত থাকে এবং সময়ের সাথে সাথে তারা পরিবর্তিত হয় না।[৪]
সূত্রটিকে এভাবেও লেখা যায়: যদি দুটি বস্তু A ও B পৃথক পৃথকভাবে একটি তৃতীয় বস্তু C-এর সাথে তাপীয় সাম্যে থাকে, তবে A ও B একে অপরের সাথে তাপীয় সাম্যে থাকবে। একে শূন্যতম সূত্র বলার কারণ হলো, এটি তাপগতিবিদ্যার প্রথম দুটি সূত্রের পরে আবিষ্কৃত হয়েছিলো; কিন্তু বিষয়বস্তু এবং বৈশিষ্ট্যের দিক থেকে এটা ওই দুই সূত্রের চেয়ে মৌলিক ছিলো। এই সূত্রটিকে ওই দুই সূত্রের ভিত্তি বলে মনে করা হয়। এ সূত্রটিই আমাদেরকে তাপ ও তাপমাত্রার ধারণা দেয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bailyn, Martin (১৯৯৪)। A survey of thermodynamics। Woodbury, NY: AIP Press। পৃষ্ঠা ২২। আইএসবিএন 978-0-88318-797-5।
- ↑ Guggenheim, E.A. (1967). Thermodynamics. An Advanced Treatment for Chemists and Physicists, North-Holland Publishing Company., Amsterdam, (1st edition 1949) fifth edition 1965, p. 8:
- ↑ Buchdahl, H.A. (1966). The Concepts of Classical Thermodynamics, Cambridge University Press, Cambridge, p. 29
- ↑ Carathéodory, C. (১৯০৯-০৯-০১)। "Untersuchungen über die Grundlagen der Thermodynamik" [Study of the fundamentals of thermodynamics]। Mathematische Annalen (জার্মান ভাষায়)। 67 (3): 355–386। আইএসএসএন 1432-1807। ডিওআই:10.1007/BF01450409।
আরো পড়ুন
[সম্পাদনা]- খান, ড. আমির হোসেন ও ইসহাক, প্রফেসর মোহাম্মদ এবং ইসলাম, ড. মো. নজরুল ২০১৯. পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণি. (ষষ্ঠ সংস্করণ). আইডিয়াল বুকস, ঢাকা.