তাকাশি উসামি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাকাশি উসামি
২০১৮ সালে জাপানের হয়ে তাকাশি
ব্যক্তিগত তথ্য
জন্ম (1992-05-06) ৬ মে ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান কিয়োতো প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
গাম্বা ওসাকা
জার্সি নম্বর ৩৯
যুব পর্যায়
১৯৯৯–২০০৪ নাগাওকাকিও সিনিয়র স্কুল
২০০৫–২০০৮ গাম্বা ওসাকা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১৬ গাম্বা ওসাকা ১৩৮ (৬৪)
২০১১–২০১২বায়ার্ন মিউনিখ (ধার) (০)
২০১১–২০১২বায়ার্ন মিউনিখ ২ (ধার) ১৮ (৬)
২০১২–২০১৩হফেনহাইম (ধার) ২০ (২)
২০১৬–২০১৯ আউগসবুর্গ ১১ (০)
২০১৭–২০১৯ফর্টুনা ডুসেলডর্ফ (ধার) ৪৭ (৯)
২০১৯– গাম্বা ওসাকা ৮৫ (১৯)
জাতীয় দল
২০০৭ জাপান অনূর্ধ্ব-১৫ (২)
২০০৭–২০০৮ জাপান অনূর্ধ্ব-১৬ (৫)
২০০৯ জাপান অনূর্ধ্ব-১৭ (৩)
২০১০ জাপান অনূর্ধ্ব-১৯ ১৩ (৫)
২০১১–২০১৫ জাপান অনূর্ধ্ব-২৩ ১২ (২)
২০১৫–২০১৯ জাপান ২৭ (৩)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০৩, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৩, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তাকাশি উসামি (জাপানি: 宇佐美 貴史, ইংরেজি: Takashi Usami; জন্ম: ৬ মে ১৯৯২) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়[১] তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব গাম্বা ওসাকা এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[২][৩][৪] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, তাকাশি জাপান অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৯ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৫ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৭ ম্যাচে ৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তাকাশি উসামি ১৯৯২ সালের ৬ই মে তারিখে জাপানের কিয়োতো প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

তাকাশি জাপান অনূর্ধ্ব-১৫, জাপান অনূর্ধ্ব-১৬, জাপান অনূর্ধ্ব-১৭, জাপান অনূর্ধ্ব-১৯ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালে জাপান অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৯ বছরে ৪১ ম্যাচে অংশগ্রহণ করে ১৭টি গোল করেছেন।

২০১৫ সালের ২৭শে মার্চ তারিখে, ২২ বছর, ১০ মাস ও ২১ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী তাকাশি তিউনিসিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৭২তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ইয়োশিনরি মুতোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৬] ম্যাচে তিনি ৩০ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি জাপান ২–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] জাপানের হয়ে অভিষেকের বছরে তাকাশি সর্বমোট ১৩ ম্যাচে ২টি গোল করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জাপান ২০১৫ ১৩
২০১৬
২০১৭
২০১৮
২০১৯
সর্বমোট ২৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" 長岡京サッカースポーツ少年団 団のあゆみNagaokakyo SS (Japanese ভাষায়)। ২৭ জুন ২০১১। ২১ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১১ 
  2. "選手 / スタッフ一覧 – ガンバ大阪オフィシャルサイト" [খেলোয়াড় / কর্মকর্তার তালিকা – গাম্বা ওসাকা]। gamba-osaka.net (জাপানি ভাষায়)। সুইতা, ওসাকা প্রশাসনিক অঞ্চল, জাপান: গাম্বা ওসাকা। ৬ আগস্ট ২০২২। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  3. "PLAYERS – GAMBA OSAKA" [খেলোয়াড় – গাম্বা ওসাকা]। urawa-reds.co.jp (ইংরেজি ভাষায়)। সুইতা, ওসাকা প্রশাসনিক অঞ্চল, জাপান: গাম্বা ওসাকা। ৬ আগস্ট ২০২২। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  4. "Gamba Osaka – J.LEAGUE" [গাম্বা ওসাকা – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ৬ আগস্ট ২০২২। ৬ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 
  5. "Japan vs. Tunisia - 27 March 2015 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Japan - Tunisia 2:0 (Friendlies 2015, March)"worldfootball.net। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ 
  7. "Japan - Tunisia, Mar 27, 2015 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ 
  8. Strack-Zimmermann, Benjamin। "Japan vs. Tunisia"www.national-football-teams.com। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]