তাইও কোগা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাইও কোগা
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-10-28) ২৮ অক্টোবর ১৯৯৮ (বয়স ২৫)
জন্ম স্থান নিগাতা প্রশাসনিক অঞ্চল, জাপান
উচ্চতা ১.৮২ মিটার (৫ ফুট ১১  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কাশিওয়া রেইসোল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০০৮–২০১৬ কাশিওয়া রেইসোল যুব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৭– কাশিওয়া রেইসোল ১১৬ (২)
২০১৮আবিস্পা ফুকুওকা (ধার) ২১ (০)
জাতীয় দল
২০২১ জাপান অনূর্ধ্ব-২৩ (০)
২০১৯– জাপান (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫:০৫, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:০৫, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তাইও কোগা (জাপানি: 古賀 太陽, ইংরেজি: Taiyo Koga; জন্ম: ২৮ অক্টোবর ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিওয়া রেইসোল এবং জাপান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২][৩] তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২১ সালে, কোগা জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে তিনি ২০১৯ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তাইও কোগা ১৯৯৮ সালের ২৮শে অক্টোবর তারিখে জাপানের নিগাতা প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

কোগা জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৯ সালের ১৪ই ডিসেম্বর তারিখে, ২১ বছর, ১ মাস ও ১৬ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কোগা হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ ইএএফএফ ই-১ ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচে তিনি ২১ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি জাপান ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে কোগা সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৬ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
জাপান ২০১৯
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手一覧 – 柏レイソル" [খেলোয়াড়ের তালিকা – কাশিওয়া রেইসোল]। reysol.co (জাপানি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  2. "Team – Players – KASHIWA Reysol" [দল – খেলোয়াড় – কাশিওয়া রেইসোল]। reysol.co (ইংরেজি ভাষায়)। কাশিওয়া, চিবা প্রশাসনিক অঞ্চল, জাপান: কাশিওয়া রেইসোল। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  3. "Kashiwa Reysol – J.LEAGUE" [কাশিওয়া রেইসোল – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১৬ এপ্রিল ২০২২। ১৬ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২২ 
  4. "Japan vs. Hong Kong - 14 December 2019"Soccerway। ২০১৯-১২-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  5. "Japan - Hong Kong 5:0 (Friendlies 2019, December)"worldfootball.net। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  6. "Japan - Hong Kong, Dec 14, 2019 - East Asian Football Championship - Match sheet"Transfermarkt। ২০১৯-১২-১৪। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 
  7. Strack-Zimmermann, Benjamin (২০১৯-১২-১৪)। "Japan vs. Hong Kong"National Football Teams। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]