বিষয়বস্তুতে চলুন

তাইওয়ান পাওয়ার কোম্পানি ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তাইপাওয়ার
পূর্ণ নামতাইওয়ান পাওয়ার কোম্পানি ফুটবল ক্লাব
台灣電力公司足球隊
ডাকনামNan-Ba-Tien
(南霸天, Southern Overlord)
প্রতিষ্ঠিত১৯৭৮; ৪৭ বছর আগে (1978)
মাঠকাউশিউং নাঞ্জি ফুটবল স্টেডিয়াম
ধারণক্ষমতা১,২০০
মালিকতাইওয়ান পাওয়ার কোম্পানি
সভাপতিচেন কুই-মিং
ম্যানেজারহুয়াং চে-মিং
লিগতাইওয়ান ফুটবল প্রিমিয়ার লিগ
২০২৪৫/৮

তাইওয়ান পাওয়ার কোম্পানি ফুটবল ক্লাব (চীনা: 台灣電力公司足球隊), বা তাইপাওয়ার (চীনা: 台電) or (চীনা: 高市台電), হল তাইওয়ানের কাউশিউং শহরভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব, যা বর্তমানে তাইওয়ান ফুটবল প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৯৭৮-এ প্রতিষ্ঠিত ক্লাবটি দেশের সরকারী বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা তাইওয়ান পাওয়ার কোম্পানির মালিকানাধীন।

নান-বা-তিয়েন (চীনা: 南霸天, lit. Southern Overlord)[] নামে পরিচিত, তাইপাওয়ার[] তাইওয়ানের ১৪টি লিগ শিরোপাজয়ী সবচেয়ে সফল ফুটবল ক্লাব, যারা ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত টানা ১০টি মৌসুমে শিরোপা জিতেছে। ১৯৯০-এর দশকের শেষের দিকে ফ্লাইং ক্যামেল এবং তাইপেই সিটি ব্যাংক এফ.সি.-এর বিদায়ের পর, তাইপাওয়ার এবং তাতুং এফ.সি. হল একমাত্র দুটি ফুটবল ক্লাব যা কখনও তাইওয়ান ফুটবল প্রিমিয়ার লীগ থেকে অবনমন করেনি। ২০১১ সালে কাউশিউং-এ নিজেদের মাঠে এএফসি প্রেসিডেন্টস কাপ জিতে তাইপাওয়ার প্রথম তাইওয়ানিজ ক্লাব হিসেবে এশিয়ার কোনও বড় শিরোপা জিতেছিল।

সম্মাননা

[সম্পাদনা]

ঘরোয়া

[সম্পাদনা]

মহাদেশীয়

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]