বিষয়বস্তুতে চলুন

তলমূলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তলমূলি
ফুলসহ তলমূলি উদ্ভিদ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পাদনা করুন
জগৎ/রাজ্য: প্লান্টি (Plante)
গোষ্ঠী: ট্র্যাকিওফাইট (Tracheophytes)
ক্লেড: সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস)
গোষ্ঠী: মনোকট্‌স (Monocots)
বর্গ: Asparagales
পরিবার: Hypoxidaceae
গণ: Curculigo
গ্যার্টনার, ১৭৮৮
প্রজাতি: C. orchioides
দ্বিপদী নাম
Curculigo orchioides
গ্যার্টনার, ১৭৮৮

তলমূলি বা তলমূলী (বৈজ্ঞানিক নাম: Curculigo orchioides)[] হলো কুরকুলিগো গণের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক উদ্ভিদ। নেপালে এটি কালো মুস্লি (নেপালি: कालो मुस्ली)[] কালি মুস্লি,[] বা কালি মুসলি নামেও পরিচিত।[] এটি নেপাল, চীন, জাপান, ভারতীয় উপমহাদেশ, পাপুয়াশিয়ামাইক্রোনেশিয়ার স্থানীয় প্রজাতি।[][][][][][১০][১১][১২][১৩] এছাড়া গুয়াম ও নতুন ক্যালেডোনিয়া দ্বীপেও এদের উপস্থিতির বিষয়ে জানা যায়।[১৪]

তলমূলিকে মালয়ালম ভাষায় নীলাপ্পনা (നിലപ്പന), তেলুগু ভাষায় নেলাতাডি (నేలతాడి)[১৫]তামিল ভাষায় নীলাপানাই (நிலப்பனை) বলা হয়। এই সবগুলোর অর্থ “ভূমিজাত কদু”। এছাড়া ওড়িয়া ভাষায় একে କୁଆକେନ୍ଦାତାଳମୂଳୀ বলা হয়। চীনে উদ্ভিদটিকে জিয়ান মাও বলা হয়। ইংরেজিতে উদ্ভিদটির নাম গোল্ডেন আই গ্রাস (Golden eye grass) বা উইভিলওয়ার্ট (Weevil-wort)।

রাসায়নিক গঠন

[সম্পাদনা]

তলমূলি উদ্ভিদ থেকে কুরকুলিগোসাইড এ, বি, সি এবং ডিসহ[১৬] কয়েক শ্রেণির কুরকুলিগোসাইড এবং কুরকুলিজিন এডি[১৭] পৃথক করা সম্ভব হয়েছে।[১৮]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. হিয়ান চুই ওং (২০০৪)। Tumbuhan liar: khasiat ubatan & kegunaan lain। উটুসান পাবলিকেশনস। পৃষ্ঠা ২৪। আইএসবিএন 9676116300 
  2. "List of publications"অ্যারোমেটিক অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্ট রিসার্চ স্টেশন (ইংরেজি ভাষায়)। কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. ফ্রান্সিস, এসভি; সেনাপতি, এসকে; রাউত, জিআর (২০০৭)। "Rapid clonal propagation of Curculigo orchioides Gaertn., an endangered medicinal plant"। ইন ভিট্রো সেলুলার অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি - প্ল্যান্ট (ইংরেজি ভাষায়)। ৪৩ (২): ১৪০। এসটুসিআইডি 40396225ডিওআই:10.1007/s11627-007-9041-x 
  4. সাবা ইরশাদ; জে সিং; এসপি জৈন; এসপিএস খানুজা (২০০৬)। "Curculigo orchioides Gaertn. (Kali Musali): An endangered medicinal plant of commercial value"। ন্যাচারাল প্রোডাক্ট র‍্যাডিয়েন্স (ইংরেজি ভাষায়)। : ৩৬৯–৩৭২। 
  5. "Kew World Checklist of Selected Plant Families"কিউ (ইংরেজি ভাষায়)। 
  6. "仙茅 xian mao Curculigo orchioides Gaertner, Fruct. Sem. Pl. 1: 63. 1788."ফ্লোরা অব চায়না২৪: ২৭২। 
  7. দশনায়ক, সম্পাদক (২০০০)। অ্যা হ্যান্ডবুক টু দ্য ফ্লোরা অব সিলন (ইংরেজি ভাষায়)। ১৪। নয়াদিল্লি ও কলকাতা: অক্সফোর্ড ও আইবিএইচ পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ১–৩০৭। 
  8. ক্রেস, ডব্লিউজে; ডেফিলিপস, আরএ; ফার, ই; কিয়ি, ডিওয়াইওয়াই। অ্যা চেকলিস্ট অব দ্য ট্রিস, শ্রাবস, হার্বস অ্যান্ড ক্লাইম্বার্স অব মিয়ানমার৪৫। মার্কিন জাতীয় হার্বেরিয়াম। পৃষ্ঠা ১-৫৯০। 
  9. পান্ডে, আরপি; দিলওয়াকার, পিজি (২০০৮)। "অ্যান ইন্টিগ্রেটেড চেক-লিস্ট ফ্লোরা অব আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস, ইন্ডিয়া"। জার্নাল অব ইকোনমিক অ্যান্ড ট্যাক্সোনমিক বোটানি৩২: ৪০৩–৫০০। 
  10. শর্মা, কেকে; বড়ঠাকুর, এসকে (২০০৯)। "অ্যা চেকলিস্ট অব অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টস অব মানস ন্যাশনাল পার্ক ইন আসাম, ইন্ডিয়া"। প্লিওন: ১৯০–২০০। 
  11. ক্যাল্কম্যান, সি ও অন্যান্য, সম্পাদক (১৯৯২–১৯৯৪)। ফ্লোরা ম্যালেশিয়ানা১১। নর্ডহফ-কল্ফ এনভি জাকার্তা। পৃষ্ঠা ১–৭৬৮। 
  12. ফসবার্গ, এফআর; স্যাশে, এমএইচ; অলিভার, আর (১৯৮৭)। "অ্যা জিওগ্রাফিক্যাল চেকলিস্ট অব মাইক্রোনেশিয়ান মনোকটিলেডনি"। জার্নাল অব দ্য কলেজ অব গুয়াম। মাইক্রোনেশিয়া। ২০: ১৯–১২৯। 
  13. Guillaumin, A. (1948). Flore Analytique et Synoptique de la Nouvelle-Calédonie: 1-369. Office de la recherche scientifique coloniale.
  14. "Observations"আইন্যাচারালিস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৪ 
  15. "অন্ধ্র ভারতী অভিধান" 
  16. ভালস, জোসেপ; রিচার্ড, ট্রিস্টান; ল্যারোন্ড, ফাবিয়েন; লেবলাইস, ভেরোনিক; মুলার, বার্নার্ড; ডেলোনায়, জ্যঁ-ক্লদ; মঁটি, জ্যঁ-পিয়েরে; রামাওয়াত, কেজি; মেরিলন, জ্যঁ-মিশেল (২০০৬)। "Two new benzylbenzoate glucosides from Curculigo orchioides"। ফাইটোটেরাপিয়া (ইংরেজি ভাষায়)। ৭৭ (৬): ৪১৬–৯। ডিওআই:10.1016/j.fitote.2006.05.013পিএমআইডি 16814485 
  17. জিয়াও, লেই; কাও, ডা-পেং; চিন, লু-পিং; হান, টিং; ছাং, চিয়াও-ইয়ান; ছু, ছেং; ইয়ান, ফেই (২০০৯)। "Antiosteoporotic activity of phenolic compounds from Curculigo orchioides"। ফাইটোমেডিসিন (ইংরেজি ভাষায়)। ১৬ (৯): ৮৭৪–৮৮১। ডিওআই:10.1016/j.phymed.2009.01.005পিএমআইডি 19328665 
  18. রিভিয়ের, সেলিন; রিচার্ড, ট্রিস্টান; ভিট্রাক, হাভিয়ের; মেরিলন, জ্যঁ-মিশেল; ভালস, জোসেপ; মন্টি, জ্যঁ-পিয়েরে (২০০৮)। "New polyphenols active on β-amyloid aggregation"। বায়োঅর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি লেটার্স (ইংরেজি ভাষায়)। ১৮ (২): ৮২৮–৮৩১। ডিওআই:10.1016/j.bmcl.2007.11.028পিএমআইডি 18042380 

বহিঃসংযোগ

[সম্পাদনা]