তলমূলি
তলমূলি | |
---|---|
ফুলসহ তলমূলি উদ্ভিদ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | প্লান্টি (Plante) |
গোষ্ঠী: | ট্র্যাকিওফাইট (Tracheophytes) |
ক্লেড: | সপুষ্পক উদ্ভিদ (অ্যাঞ্জিওস্পার্মস) |
গোষ্ঠী: | মনোকট্স (Monocots) |
বর্গ: | Asparagales |
পরিবার: | Hypoxidaceae |
গণ: | Curculigo গ্যার্টনার, ১৭৮৮ |
প্রজাতি: | C. orchioides |
দ্বিপদী নাম | |
Curculigo orchioides গ্যার্টনার, ১৭৮৮ |
তলমূলি বা তলমূলী (বৈজ্ঞানিক নাম: Curculigo orchioides)[১] হলো কুরকুলিগো গণের অন্তর্ভুক্ত একটি সপুষ্পক উদ্ভিদ। নেপালে এটি কালো মুস্লি (নেপালি: कालो मुस्ली)[২] কালি মুস্লি,[৩] বা কালি মুসলি নামেও পরিচিত।[৪] এটি নেপাল, চীন, জাপান, ভারতীয় উপমহাদেশ, পাপুয়াশিয়া ও মাইক্রোনেশিয়ার স্থানীয় প্রজাতি।[৫][৬][৭][৮][৯][১০][১১][১২][১৩] এছাড়া গুয়াম ও নতুন ক্যালেডোনিয়া দ্বীপেও এদের উপস্থিতির বিষয়ে জানা যায়।[১৪]
নাম
[সম্পাদনা]তলমূলিকে মালয়ালম ভাষায় নীলাপ্পনা (നിലപ്പന), তেলুগু ভাষায় নেলাতাডি (నేలతాడి)[১৫] ও তামিল ভাষায় নীলাপানাই (நிலப்பனை) বলা হয়। এই সবগুলোর অর্থ “ভূমিজাত কদু”। এছাড়া ওড়িয়া ভাষায় একে କୁଆକେନ୍ଦା ও ତାଳମୂଳୀ বলা হয়। চীনে উদ্ভিদটিকে জিয়ান মাও বলা হয়। ইংরেজিতে উদ্ভিদটির নাম গোল্ডেন আই গ্রাস (Golden eye grass) বা উইভিলওয়ার্ট (Weevil-wort)।
রাসায়নিক গঠন
[সম্পাদনা]তলমূলি উদ্ভিদ থেকে কুরকুলিগোসাইড এ, বি, সি এবং ডিসহ[১৬] কয়েক শ্রেণির কুরকুলিগোসাইড এবং কুরকুলিজিন এ ও ডি[১৭] পৃথক করা সম্ভব হয়েছে।[১৮]
চিত্রশালা
[সম্পাদনা]-
তলমূলির ফুল, মুম্বাই, ভারত
-
তলমূলি ফুলের পরাগরেণু, ফোল্ডস্কোপ দিয়ে তোলা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ হিয়ান চুই ওং (২০০৪)। Tumbuhan liar: khasiat ubatan & kegunaan lain। উটুসান পাবলিকেশনস। পৃষ্ঠা ২৪। আইএসবিএন 9676116300।
- ↑ "List of publications"। অ্যারোমেটিক অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্ট রিসার্চ স্টেশন (ইংরেজি ভাষায়)। কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়। ১০ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ফ্রান্সিস, এসভি; সেনাপতি, এসকে; রাউত, জিআর (২০০৭)। "Rapid clonal propagation of Curculigo orchioides Gaertn., an endangered medicinal plant"। ইন ভিট্রো সেলুলার অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি - প্ল্যান্ট (ইংরেজি ভাষায়)। ৪৩ (২): ১৪০। এসটুসিআইডি 40396225। ডিওআই:10.1007/s11627-007-9041-x।
- ↑ সাবা ইরশাদ; জে সিং; এসপি জৈন; এসপিএস খানুজা (২০০৬)। "Curculigo orchioides Gaertn. (Kali Musali): An endangered medicinal plant of commercial value"। ন্যাচারাল প্রোডাক্ট র্যাডিয়েন্স (ইংরেজি ভাষায়)। ৫: ৩৬৯–৩৭২।
- ↑ "Kew World Checklist of Selected Plant Families"। কিউ (ইংরেজি ভাষায়)।
- ↑ "仙茅 xian mao Curculigo orchioides Gaertner, Fruct. Sem. Pl. 1: 63. 1788."। ফ্লোরা অব চায়না। ২৪: ২৭২।
- ↑ দশনায়ক, সম্পাদক (২০০০)। অ্যা হ্যান্ডবুক টু দ্য ফ্লোরা অব সিলন (ইংরেজি ভাষায়)। ১৪। নয়াদিল্লি ও কলকাতা: অক্সফোর্ড ও আইবিএইচ পাবলিশিং কোম্পানি প্রাইভেট লিমিটেড। পৃষ্ঠা ১–৩০৭।
- ↑ ক্রেস, ডব্লিউজে; ডেফিলিপস, আরএ; ফার, ই; কিয়ি, ডিওয়াইওয়াই। অ্যা চেকলিস্ট অব দ্য ট্রিস, শ্রাবস, হার্বস অ্যান্ড ক্লাইম্বার্স অব মিয়ানমার। ৪৫। মার্কিন জাতীয় হার্বেরিয়াম। পৃষ্ঠা ১-৫৯০।
- ↑ পান্ডে, আরপি; দিলওয়াকার, পিজি (২০০৮)। "অ্যান ইন্টিগ্রেটেড চেক-লিস্ট ফ্লোরা অব আন্দামান অ্যান্ড নিকোবার আইল্যান্ডস, ইন্ডিয়া"। জার্নাল অব ইকোনমিক অ্যান্ড ট্যাক্সোনমিক বোটানি। ৩২: ৪০৩–৫০০।
- ↑ শর্মা, কেকে; বড়ঠাকুর, এসকে (২০০৯)। "অ্যা চেকলিস্ট অব অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টস অব মানস ন্যাশনাল পার্ক ইন আসাম, ইন্ডিয়া"। প্লিওন। ৩: ১৯০–২০০।
- ↑ ক্যাল্কম্যান, সি ও অন্যান্য, সম্পাদক (১৯৯২–১৯৯৪)। ফ্লোরা ম্যালেশিয়ানা। ১১। নর্ডহফ-কল্ফ এনভি জাকার্তা। পৃষ্ঠা ১–৭৬৮।
- ↑ ফসবার্গ, এফআর; স্যাশে, এমএইচ; অলিভার, আর (১৯৮৭)। "অ্যা জিওগ্রাফিক্যাল চেকলিস্ট অব মাইক্রোনেশিয়ান মনোকটিলেডনি"। জার্নাল অব দ্য কলেজ অব গুয়াম। মাইক্রোনেশিয়া। ২০: ১৯–১২৯।
- ↑ Guillaumin, A. (1948). Flore Analytique et Synoptique de la Nouvelle-Calédonie: 1-369. Office de la recherche scientifique coloniale.
- ↑ "Observations"। আইন্যাচারালিস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৪।
- ↑ "অন্ধ্র ভারতী অভিধান"।
- ↑ ভালস, জোসেপ; রিচার্ড, ট্রিস্টান; ল্যারোন্ড, ফাবিয়েন; লেবলাইস, ভেরোনিক; মুলার, বার্নার্ড; ডেলোনায়, জ্যঁ-ক্লদ; মঁটি, জ্যঁ-পিয়েরে; রামাওয়াত, কেজি; মেরিলন, জ্যঁ-মিশেল (২০০৬)। "Two new benzylbenzoate glucosides from Curculigo orchioides"। ফাইটোটেরাপিয়া (ইংরেজি ভাষায়)। ৭৭ (৬): ৪১৬–৯। ডিওআই:10.1016/j.fitote.2006.05.013। পিএমআইডি 16814485।
- ↑ জিয়াও, লেই; কাও, ডা-পেং; চিন, লু-পিং; হান, টিং; ছাং, চিয়াও-ইয়ান; ছু, ছেং; ইয়ান, ফেই (২০০৯)। "Antiosteoporotic activity of phenolic compounds from Curculigo orchioides"। ফাইটোমেডিসিন (ইংরেজি ভাষায়)। ১৬ (৯): ৮৭৪–৮৮১। ডিওআই:10.1016/j.phymed.2009.01.005। পিএমআইডি 19328665।
- ↑ রিভিয়ের, সেলিন; রিচার্ড, ট্রিস্টান; ভিট্রাক, হাভিয়ের; মেরিলন, জ্যঁ-মিশেল; ভালস, জোসেপ; মন্টি, জ্যঁ-পিয়েরে (২০০৮)। "New polyphenols active on β-amyloid aggregation"। বায়োঅর্গানিক অ্যান্ড মেডিসিনাল কেমিস্ট্রি লেটার্স (ইংরেজি ভাষায়)। ১৮ (২): ৮২৮–৮৩১। ডিওআই:10.1016/j.bmcl.2007.11.028। পিএমআইডি 18042380।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিপ্রজাতিতেCurculigo orchioides সম্পর্কিত তথ্য।
- উইকিমিডিয়া কমন্সে তলমূলি সম্পর্কিত মিডিয়া দেখুন।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |