বিষয়বস্তুতে চলুন

তপেন চট্টোপাধ্যায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তপেন চট্টোপাধ্যায়
জন্ম৩ সেপ্টেম্বর, ১৯৩৭
মৃত্যু২৪ মে ২০১০(2010-05-24) (বয়স ৭২–৭৩)[]
জাতীয়তা ভারত
পেশাঅভিনেতা

তপেন চট্টোপাধ্যায় (৩ সেপ্টেম্বর ১৯৩৭ - ২৪ মে ২০১০) একজন ভারতীয় বাঙালি অভিনেতা। তিনি সত্যজিৎ রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করেন, বিশেষত গুপী গাইন বাঘা বাইন-এর (১৯৬৮) গুপী গাইনে'র চরিত্রে এবং পরবর্তী সিকোয়েলে হীরক রাজার দেশে (১৯৮০) এবং গুপী বাঘা ফিরে এলো (১৯৯১)তে। তপেন চ্যাটার্জি ২০১০ সালের ২৪ মে ৭২ বছর বয়সে মারা যান। তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন।

অভিনয় জীবন

[সম্পাদনা]

যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী হিসাবে তিনি রাজস্থানে চাকরি করতেন। পরবর্তীতে কলকাতা ফিরে আসেন এবং সত্যজিৎ রায় কর্তৃক পুনরুজ্জীবিত বাংলা পত্রিকা সন্দেশে যোগদান করেন। তিনি শিশু পত্রিকা সন্দেশের বিজ্ঞাপন বিভাগে তার কর্মজীবন শুরু করেন। সত্যজিৎ রায় তাকে মহানগর চলচ্চিত্রে এবং তারপর গুপী গাইন বাঘা বাইন চলচ্চিত্রে গুপী গাইন চরিত্রে অভিনয় করান। অনুপ ঘোষালের কণ্ঠে আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটির জন্য তিনি এবং রবি ঘোষ বাঙালি চলচ্চিত্র প্রেমীদের হৃদয় স্পর্শ করে থাকবেন চিরকাল।

চলচ্চিত্র

[সম্পাদনা]
সাল শিরোনাম ভূমিকা সূত্র
১৯৬৩মহানগর
১৯৬৯গুপী গাইন বাঘা বাইনগুপী গাইন
১৯৭০রূপসীহাঁদা
১৯৭১ধন্যি মেয়ে
১৯৭৩শ্রীমান পৃথ্বীরাজস্কুল সেন্ট্রি
১৯৭৩ননিগোপালের বিয়েদিলীপ
১৯৭৪সঙ্গিনী
১৯৭৪বিকালে ভোরের ফুল
১৯৭৪ঠগিনী
১৯৭৭ভোলা ময়রা
১৯৭৭হাতে রইল তিন
1১৯৭৯গণদেবতাতারা নাপিত
১৯৮০আঁচলপ্রযোজনা
১৯৮০হীরক রাজার দেশেগুপী গাইন
১৯৯১গুপী বাঘা ফিরে এলোগুপী
১৯৯৬রবিবার
১৯৯৭শ্রীমান ভূতনাথ
২০০৮নরক গুলজার(সর্বশেষ চলচ্চিত্র)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Variety International Film Guide। Andre Deutsch। ২০০৪। পৃ. ১৭১।

বহিঃসংযোগ

[সম্পাদনা]