ড্রামা লিগ পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ড্রামা লীগ পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)
ড্রামা লিগ পুরস্কার
বিবরণমঞ্চনাটকে অসামান্য অবদানের জন্য
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাদ্য ড্রামা লিগ
প্রথম পুরস্কৃত১৯৩৫; ৮৯ বছর আগে (1935)
ওয়েবসাইটdramaleague.org

ড্রামা লিগ পুরস্কার হল দ্য ড্রামা লিগ কর্তৃক মার্কিন মঞ্চনাটকে অনবদ্য অবদানের জন্য প্রদত্ত বার্ষিক পুরস্কার। ১৯২২ সালে ব্রডওয়ে ও অফ-ব্রডওয়ে মঞ্চনাটক ও অভিনয় এবং মঞ্চনাটক, সঙ্গীতনাট্য ও পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়।[১] প্রতি বছর মে মাসে দ্য ড্রামা লিগ বার্ষিক পুরস্কার মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও ড্রামা লিগের সদস্যদের উপস্থিতিতে এই পুরস্কার প্রদান করে থাকে। দ্য ড্রামা লিগের সদস্যদের মধ্যে রয়েছে পুরস্কার বিজয়ী অভিনয়শিল্পী, পরিকল্পনাকারী, পরিচালক, নাট্যকার, প্রযোজক, এই শিল্পের বর্ষীয়ান ব্যক্তিবর্গ, সমালোচক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মঞ্চগামী দর্শকসহ সমগ্র মঞ্চ সম্প্রদায়।[২][৩]

ড্রামা লিগ পুরস্কার মঞ্চনাটকের জন্য পুরস্কার প্রদানকারী উত্তর আমেরিকার সর্বপ্রাচীন পুরস্কার। পুরস্কারটি ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়, এবং আনুষ্ঠানিকভাবে ১৯৩৫ সালে প্রদান শুরু হয়।[৪][৫] ক্যাথরিন কর্নেল ১৯৩৫ সালের প্রথম পুরস্কার আয়োজনে তার অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার অর্জন করেন। পাঁচটি প্রতিযোগিতামূলক পুরস্কার প্রদান করা হয়, সেগুলো হল সেরা মঞ্চনাটক, সেরা সঙ্গীতনাট্য, সেরা পুনরুজ্জীবিত মঞ্চনাটক, সেরা পুনরুজ্জীবিত সঙ্গীতনাট্য এবং সেরা অভিনয়ের পুরস্কার।[২] সেরা অভিনয়ের পুরস্কার প্রতি বছর একজন অভিনয়শিল্পীকে প্রদান করা হয় এবং গ্রহীতা তার কর্মজীবনে একবারই এই পুরস্কার লাভ করেন।[৬] দ্য ড্রামা লিগ তিনটি বিশেষ সম্মাননাও প্রদান করে, সেগুলো হল সঙ্গীতধর্মী মঞ্চে সেরা অর্জন, মঞ্চে অনন্য অবদান, এবং পরিচালনায় অনন্য অবদানের জন্য ফাউন্ডার্স অ্যাওয়ার্ড।[৩][৫] এই পুরস্কারের প্রতিমূর্তিটির নকশা করে নিউ ইয়র্কের সোসাইটি অ্যাওয়ার্ড নামক প্রতিষ্ঠান।[৭]

পুরস্কারের বিভাগ[সম্পাদনা]

প্রতিযোগিতামূলক পুরস্কার[সম্পাদনা]

  • সেরা মঞ্চনাটক
  • সেরা সঙ্গীতনাট্য
  • সেরা পুনরুজ্জীবিত মঞ্চনাটক
  • সেরা পুনরুজ্জীবিত সঙ্গীতনাট্য
  • সেরা অভিনয়

বিশেষ সম্মাননা[সম্পাদনা]

  • সঙ্গীতধর্মী মঞ্চে সেরা অর্জন
  • মঞ্চে অনন্য অবদান
  • পরিচালনায় অনন্য অবদানের জন্য ফাউন্ডার্স অ্যাওয়ার্ড

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Winners of Drama League Awards Announced"প্লেবিল। মে ২০, ২০১৬। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "Special Awards Recipients Announced"। দ্য ড্রামা লিগ। মার্চ ২১, ২০১৬। সেপ্টেম্বর ২৬, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "Drama League Awards"। দ্য ড্রামা লিগ। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  4. "Ben Platt, Sutton Foster, and Josh Groban Among 2017 Drama League Award Nominees"প্লেবিল। এপ্রিল ১৯, ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  5. "Award History"। দ্য ড্রামা লিগ। ১১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  6. "Ben Platt, Sutton Foster, and Josh Groban Among 2017 Drama League Award Nominees"প্লেবিল। এপ্রিল ১৯, ২০১৭। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 
  7. "Cook, Davis, Hayes, Schreiber and Walken Will Be Presenters at Drama League Awards"প্লেবিল। মে ১১, ২০১০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]