ড্যাভিড (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ড্যাভিড (তামিল চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
ড্যাভিড
পরিচালকবিজয় নাম্বিয়ার
প্রযোজকবিজয় নাম্বিয়ার
শারদা ত্রিলক
বিক্রম
রচয়িতাবিজয় নাম্বিয়ার
নাতাশা সেহগাল
শ্রেষ্ঠাংশেবিক্রম
জীব
তাবু
লারা দত্ত
ইশা শেরওয়ানি
সুরকারমিকি ম্যাকক্লিয়ারি
রেমো ফার্নান্দেজ
অনিরুদ্ধ রবিচন্দ্রন
প্রশান্ত পিল্লাই
মডার্ন মাফিয়া
চিত্রগ্রাহকআর রত্নভেলু
পিএস বিনোদ
সম্পাদকএ শ্রীকর প্রসাদ
প্রযোজনা
কোম্পানি
গেটএ্যাওয়ে ফিল্মস
পরিবেশকরিলায়েন্স এন্টারটেইনমেন্ট
মুক্তি
  • ১ ফেব্রুয়ারি ২০১৩ (2013-02-01)
স্থিতিকাল১১৮ মিনিট
দেশভারত
ভাষাতামিল

ড্যাভিড (তামিল: டேவிட்) হচ্ছে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারী মুক্তিপ্রাপ্ত একটি তামিল ভাষার চলচ্চিত্র। চলচ্চিত্রটির পরিচালক ছিলেন বিজয় নাম্বিয়ার। চলচ্চিত্রটিতে বিক্রম, জীব, ইশা শেরওয়ানি, লারা দত্ত এবং নছর ছিলেন। চলচ্চিত্রটি হিন্দি ভাষায় একটু অন্য রকম ভাবে কিছু অন্য অভিনেতাদের দ্বারা অভিনয় করিয়ে একই নামে নির্মাণ করা হয়েছিলো এবং একই দিনে মুক্তি দেওয়া হয়েছিলো।[১] চলচ্চিত্রটির কাহিনী ড্যাভিড নামের দুইজন ব্যক্তিকে নিয়ে, তাদের জীবনে ঘটা বিভিন্ন ঘটনার প্রতি আলোকপাত করা হয়েছে। চলচ্চিত্রটি বক্স অফিসে মোটামুটি ব্যবসা করতে পেরেছিলো।[২][৩]

কাহিনীসারাংশ[সম্পাদনা]

১৯৯৯ সালে মুম্বাইতে বসবাসকারী ড্যাভিড যে তার বাবা আর তার দুই বোনের সাথে একটি বস্তিতে থাকে, তার বাবা একজন খ্রিষ্টান ধর্মপ্রচারক; এই ধর্মপ্রচারণা এলাকার এক সংসদ সদস্যর কানে যায় যে আবার একটি ডানপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের সদস্য। ড্যাভিডের বাবাকে ঐ সংসদ সদস্য মহিলা তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অপমান করে এবং ড্যাভিড তার বাবাকে বাঁচাতে গেলে মার খায়। ড্যাভিড একজন গীটারবাদক আর তার এক বোন এয়ার-হোস্টেস, ওদের সংসার এভাবেই চলে, ড্যাভিড গরীব মানুষ বিধায় সে কোনো সুবিচার পায়না কিন্তু একদিন সে নিজেই একটি জনসভায় ঐ নারী সংসদ সদস্যকে গুলি করে হত্যা করে।

২০১০ সালে জেলে ড্যাভিড মেয়েদের সঙ্গের জন্য কাঁদে, তার একটি বোন আছে, একটি মা আছে, তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ড্যাভিডের পছন্দ হয়না, ড্যাভিড যাকে পছন্দ করে সে আবার ড্যাভিডের বন্ধুকে ভালোবাসে। ড্যাভিডের বন্ধুর বিয়েতে সেই ধর্মপ্রচারক ড্যাভিডের ছেলে বিয়ে পড়ানোর দায়িত্বে থাকে যে এখন নিজেই একজন ধর্মপ্রচারক এবং গীর্জার পুরোহিত।

অভিনয়ে[সম্পাদনা]

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."ভাড়কায়ে" (দ্য থিম অব ড্যাভিড)মোহনব্রামফাতুরাসিদ্ধার্থ বসরুর৩ঃ৫৯
২."মারিয়া পিতাশে"এলাঙ্গো, রেমোরেমো ফার্নান্দেজবিক্রম (অভিনেতা), রেমো ফার্নান্দেজ৩ঃ৪৬
৩."কানাভে কানাভে"মোহনঅনিরুদ্ধ রবিচন্দ্রনঅনিরুদ্ধ রবিচন্দ্রন৪ঃ৪৪
৪."মান্নামে"মোহনপ্রশান্ত পিল্লাই, টাও ইশশারোকার্তিক (গায়ক)৩ঃ১৪
৫."ইরুভানিল উল্লাভাভা"যুগভারতীপ্রশান্ত পিল্লাইনরেশ আইয়ার, শ্বেতা পণ্ডিত৩ঃ৩২
৬."তিরাতু পোগা পোগা ভানাম"মোহনমাতিলবানীনিরালি কার্তিক, জয়শান্তি৪ঃ০৫
৭."মাচি"মোহন, জয়শান্তিমডার্ন মাফিয়াসঞ্জীব থমাস২ঃ৪১
৮."লাইট হাউজ সিম্ফোনি"মোহন রাজন, রেমোরেমো ফার্নান্দেজবাদ্য৪ঃ৩৩
৯."মান্নামে" (ডুব স্টেপ ভার্সন)রেমো ফার্নান্দেজপ্রশান্ত পিল্লাই, ডাব শর্মা দ্বারা রিমিক্সকার্তিক (গায়ক)৩ঃ৩২

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Three in Hindi and Two in Tamil"। Behindwoods। ১৭ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১২ 
  2. "Jiiva Joins Vikram"। Behindwoods। ২০১২-০৪-০৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭ 
  3. "David Tamil Movie Review"। Indiaglitz। ২০১৩-০২-০১। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]