বিষয়বস্তুতে চলুন

ডোরেমন (১৯৭৩-এর অ্যানিমে)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডোরেমন (১৯৭৩-এর আনিমে)
মৌসুম ১৯৭৩
ডোরেমন লোগো
পর্বের সংখ্যা৫২
মুক্তি
মূল নেটওয়ার্কনিপ্পন টিভি
মূল মুক্তি১ এপ্রিল ১৯৭৩ (1973-04-01) –
৩০ সেপ্টেম্বর ১৯৭৩ (1973-09-30)
কালানুক্রমিক
পরবর্তী →
১৯৭৯ আনিমে

টোকিও মুভি সিনসা পরিবেশনায় ডোরেমন সিরিজটি তেমন জনপ্রিয় হয়ে ছিল না। যেটি মাঙ্গা উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এটা যাত্রা শুরু করে ১৯৭৩ সালে। যেটি সম্প্রচার করে নিপ্পন টিভি নেটওয়ার্ক মাত্র ৬ মাসের জন্য। সিরিজটি বাতিল হয়ে যায়। কারণ এটা তেমন জনপ্রিয় হয়ে ছিল না।সিরিজটি বাতিল হওয়ার পর ডোরেমন শুধু মাঙ্গায় প্রকাশিত হয়। পরে ১৯৭৯ সালে এটি যাত্রা শুরু করে টিভি আসহিতে । যেটি অধিক জনপ্রিয় হয়েছিল। পরে ২০০৫সালে এটি যাত্রা শেষ করে।

কাহিনীসংক্ষেপ

[সম্পাদনা]

পর্বতালিকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]